সোনার দামঃ মাসের শেষ দিনেও ধরাশায়ী স্বর্ণবাজার, আজ আবারও নামল দামের পারদ

বাংলাহান্ট ডেস্কঃ সোনার দাম (gold price), ফেব্রুয়ারী মাসের শুরু থেকে শেষ পর্যন্ত- গোটা মাস জুড়ে ধরাশায়ী অবস্থাতেই ছিল। বাজেট পেশ করার পর থেকে প্রায় প্রতিদিনই স্বর্ণবাজারে কমেছে সোনার দাম। একদিন সামান্য বাড়লেও, পরদিন মুথ থুবড়ে পড়েছে স্বর্ণবাজার।

সোনা মানুষের নানা কাজে লাগে। তারউপর এখন তো বিয়ের মরশুম। এই সময় কম দামে সোনার গহনা কিনতে পারলে, কিছুটা সাশ্রয়ও যেমন হয়ে যায় মেয়ের বাড়ির, তেমন অন্যদিকে আবার দাম কম থাকার সুবাদে দু একটা অতিরিক্ত গহনাও কিন্তু কেনা হয়ে যায়।

Dhanotsav

ফেব্রুয়ারী মাসের শেষ দিন অর্থাৎ আজ রবিবারে সোনার দামের এই পতন বিকেল সাড়ে ৫ টা অবধি বেশ ভালোভাবেই লক্ষ্য করা গেল।

সোনার দাম
কলকাতার বাজারে আজকের দিনে গহনা সোনা (today’s gold price) অর্থাৎ ২২ ক্যারেট সোনার ১০ গ্রামের দাম ৪৫৩৪০ টাকা এবং ১ গ্রামের দাম ৪৫৩৪ টাকা।

২৪ ক্যারেটের দাম পড়ছে ১০ গ্রামের ৪৮১৯০ টাকা এবং ১ গ্রামের ৪৮১৯ টাকা।

gold rate chennai 1 800x445 1

অন্যদিকে দিল্লীতে ২২ ক্যারেট সোনার ১০ গ্রামের দাম ৪৪৮৪০ টাকা এবং ১ গ্রামের দাম ৪৪৮৮ টাকা।

ভারতের মধ্যে সবথেকে দাম কম থাকে কেরালা, হায়দ্রাবাদ, ব্যাঙ্গালোর সহ বেশ কয়েকটি জায়গায়। সেখানে আজকের দিনে ২২ ক্যারেট সোনার ১০ গ্রামের দাম রয়েছে ৪২৬৯০ টাকা এবং ১ গ্রামের দাম ৪২৬৯ টাকা।

antique silver bracelet

রূপোর দাম
সোনার দাম দেশের বিভিন্ন প্রান্তে বিভিন্ন রকম হলেও, রূপোর দাম কিন্তু গোটা ভারতেই সমান থাকে। আজকের দিনে রূপোর দাম রয়েছে ১০ গ্রাম দাম ৬৭.৫০ টাকা এবং ১ গ্রামের দাম ৬৭৫ টাকা।

Smita Hari

সম্পর্কিত খবর