বিজেপিতে যোগ দিলেন তৃণমূলের প্রাক্তন রাজ্যসভার সাংসদ দীনেশ ত্রিবেদী

বাংলা হান্ট ডেস্কঃ কিছুদিন আগে রাজ্য সভার অধিবেশনে বক্তব্য রাখতে রাখতে তৃণমূলের সাংসদ পদ ছেড়েছিলেন বর্ষীয়ান তৃণমূল নেতা তথা প্রাক্তন রেলমন্ত্রী দীনেশ ত্রিবেদী। তৃণমূলের বিরুদ্ধে সেদিন গুরুতর অভিযোগও করেছিলেন তিনি। দীনেশ ত্রিবেদী জানিয়েছিলেন তৃণমূলে এখন কোনও গণতন্ত্র নেই। দলে দম বন্ধ করা পরিস্থিতি তৈরি হয়েছে। তিনি এও অভিযোগ করেছিলেন যে, এখন আর তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা বলা যায় না। ওনাকে কোনও অভিযোগও জানানো যায় না।

dinesh trivedi

সেদিনই ইঙ্গিত মিলেছিল যে দীনেশ ত্রিবেদী বিজেপিতে যোগদান করতে পারেন। আর আজ তিনি বিজেপিতে যোগ দিলেন। আজ দিল্লীর সদর দফতরে বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা এবং বিজেপির মুখপাত্র সম্বিত পাত্রার উপস্থিতিতে তিনি বিজেপিতে যোগ দিলেন তিনি।

এর আগে তিনি ব্যারাকপুর থেকে তৃণমূলের সাংসদ ছিলেন। ২০১৯ এর লোকসভা নির্বাচনে ব্যারাকপুর কেন্দ্র থেকে অর্জুন সিংয়ের কাছে হেরে যান তিনি। এরপর তৃণমূল ওনাকে রাজ্যসভার সাংসদ করে। শোনা যাচ্ছে, আসন্ন নির্বাচনে ব্যারাকপুরের আসন থেকে ওনাকে টিকিট দিতে পারে বিজেপি।

Avatar
Koushik Dutta

সম্পর্কিত খবর