বাংলাহান্ট ডেস্ক: সদ্য বিজেপিতে (bjp) যোগ দিয়েছেন অভিনেত্রী তনুশ্রী চক্রবর্তী (tanusree chakraborty)। একুশের বিধানসভা নির্বাচনের আগে অভিনয় ইন্ডাস্ট্রি থেকে রাজনীতিতে আসার জোয়ারে গা ভাসালেন তিনিও। তবে তনুশ্রীর বক্তব্য, বিষয়টা ছেলেখেলা নয় তাঁর কাছে।
গেরুয়া শিবিরে যোগ দিয়ে তনুশ্রী জানান, নতুন জন্ম হল তাঁর। অভিনয় জগতে থাকতে থাকতে তাঁর ইচ্ছা হয়েছিল মানুষের দুঃখে পাশে থাকবেন। সেই স্বপ্নটা দেখতে শুরু করেছিলেন তিনি। আন্তর্জাতিক নারী দিবসে মহিলা হিসাবে তিনি গর্বিত। বিজেপিতে যোগ দেওয়া সম্পূর্ণ তাঁর নিজের সিদ্ধান্ত। কারণ তনুশ্রীর মতে, বিজেপির কোনো বিকল্প নেই।
নির্বাচনে প্রার্থী হবেন? উত্তরে তনুশ্রী বলেন, বিজেপি ব্যক্তি বিশেষে দল নয়। সবাই মিলে সিদ্ধান্ত নেওয়া হয়। তিনি প্রার্থী হবেন কিনা সেটা দল ঠিক করবে। তনুশ্রী আরো বলেন, বাঙালি অবাঙালি নির্বিশেষে সবার নিজস্ব রাজনৈতিক মতাদর্শ আছে। ভারতীয় জনতা পার্টি মানুষের পরিবার। রাজনীতি সামলেও অভিনয়টা যে তিনি ঠিক চালিয়ে যাবেন তাও জানালেন তনুশ্রী।
প্রসঙ্গত, বেশ কিছুদিন ধরেই তাঁর গেরুয়া শিবিরে যোগদান নিয়ে জল্পনা শোনা যাচ্ছিল। অবশেষে যাবতীয় গুঞ্জন সত্যি করে নির্বাচনের ঠিক আগে আগেই বিজেপিতে যোগ দিলেন তনুশ্রী।
সোমবার বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ, শুভেন্দু অধিকারী ও মুকুল রায়ের উপস্থিতিতে বিজেপিতে যোগ দেন তনুশ্রী। হাতে তুলে নেন দলীয় পতাকা। এদিন তৃণমূল থেকে বেরিয়ে বিজেপিতে যোগ দিয়েছেন সোনালী গুহ ও রবীন্দ্রনাথ ভট্টাচার্য্যও।
এর আগে নরেন্দ্র মোদীর ব্রিগেড জনসভায় উপস্থিত হয়ে আনুষ্ঠানিক ভাবে গেরুয়া শিবিরে যোগ দেন মিঠুন। তাঁকে বিজেপিতে যোগদান করিয়ে উত্তরীয় পরিয়ে দেন মুকুল রায় ও কৈলাস বিজয়বর্গীয়।
গেরুয়া শিবিরে যোগ দিয়ে মিঠুন বক্তব্য রাখতে গিয়ে বলেন, এই দিনটা তাঁর কাছে স্বপ্নের মতো। তাঁর কথায়, “১৮ বছর বয়সে একটা স্বপ্ন দেখেছিলাম। গরিবদের জন্য কিছু করার স্বপ্ন দেখেছিলাম। আজ যেন সেই স্বপ্নটা আবার দেখতে পাচ্ছি। কেউ অধিকার ছিনিয়ে নিতে পারবেন না। আমার মতে, বাংলায় যাঁরা থাকেন, তাঁরা সবাই বাংলার মানুষ। মারব এখানে, লাশ পড়বে শ্মশানে চলবে। আমি জলঢোড়াও নই, বেলেবোরাও নই, আমি জাত গোখরো, এক ছোবলে ছবি। এবার এটাই হবে।”