বাংলা হান্ট ডেস্কঃ হরিয়ানায় বিজেপির নেতৃত্বাধীন জোট সরকারের অগ্নিপরীক্ষা আজ। কৃষক আন্দোলনের মধ্যে কংগ্রেস হরিয়ানায় বিজেপি-জেজেপি জোট সরকারের বিরুদ্ধে অবিশ্বাস প্রস্তাব পেশ করেছে, আর সেই প্রস্তাব নিয়ে আজ বিধানসভায় আলোচনা হবে এবং দরকার পড়লে আস্থাভোটও হবে। আর এই অবিশ্বাস প্রস্তাবের জন্য বিজেপি, জেজেপি আর কংগ্রেস নিজেদের বিধায়কদের হুইপ জারি করেছে। বিধানসভায় প্রতিটি বিধায়ককে উপস্থিত থাকতে বলেছে দলগুলো।
বলে রাখি, হরিয়ানা বিধানসভায় ৮৮ জন সদস্য আছে। অভয় চৌটালার ইস্তফার পর একটি আসন খালি হয়েছে। আরেকদিকে, কালকার বিধায়ক প্রদীপ চৌধুরীকে একটি মামলায় তিন বছরের সাজা ঘোষণার পর ওনাকে অযোগ্য ঘোষণা করা হয়েছে। সেই সুত্রে কালকা আসনটিও খালি হয়েছে। আর এখন জোট সরকারকে সংখ্যাগরিষ্ঠতা প্রমাণের জন্য ৪৫ টি আসন দরকার।
এই সময় বিজেপির কাছে ৪০, জেজেপির কাছে ১০ জন বিধায়ক, কংগ্রেসের কাছে ৩০ জন বিধায়ক, নির্দলীয় ৭ জন বিধায়ক আর হরিয়ানা লোকহিত পার্টির (HLP) কাছে একজন বিধায়ক আছে। নির্দলীয় বিধায়ক বলরাজ কুণ্ডুকে বাদ দিলে সরকারের কাছে এখনও ৫৬ জন বিধায়কের সমর্থন আছে। HLP বিধায়ক গোপাল কান্ডাও সরকারকে সমর্থন করার চিঠি পাঠিয়েছে। আর HLP এর একজন বিধায়কের সমর্থন নিয়ে হরিয়ানায় বিজেপির নেতৃত্বাধীন জোট সরকারের কাছে ৫৭ জন বিধায়কের সমর্থন আছে। কিন্তু গোপাল কান্ডা আস্থাভোটের সময় উপস্থিত থাকছেন না।
আর সেই কারণে ৫৬ জন বিধায়ক কংগ্রেসের অবিশ্বাস প্রস্তাবের বিরুদ্ধে ভোট দেবে। আরেকদিকে জেজেপি এবং নির্দলীয় বিধায়করা পরিস্কার জানিয়ে দিয়েছে যে তাঁরা কৃষি আইনের বিরোধী, কিন্তু অবিশ্বাস প্রস্তাবের পক্ষে ভোট দেবে না। আরেকদিকে, কংগ্রেস আশা করে বসে আছে যে কয়েকজন নির্দলীয় বিধায়ক এবং সরকার পক্ষের বিধায়ক কৃষি আন্দোলনের কথা মাথায় রেখে ক্রস ভোটিং করবে।