৭ মাস ধরে সহ‍্য করছিলেন ফিসচুলার কষ্ট, অস্ত্রোপচার সফল হওয়ার কথা জানালেন ঋতাভরী

Published On:

বাংলাহান্ট ডেস্ক: গত ৭ মাস ধরে যন্ত্রণা সহ‍্য করার পর অবশেষে মুক্তি। সফল অস্ত্রোপচারের (operation) পর যন্ত্রণামুক্ত হলেন অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তী (ritabhari chakrabarty)। সোশ‍্যাল মিডিয়ায় নিজেই এই খবর জানিয়েছেন তিনি। তবে এতদিন ধরে ঘুণাক্ষরেও কাউকে বুঝতে দেননি নিজের যন্ত্রণার কথা।

কিন্তু ঠিক কি হয়েছিল ঋতাভরীর? জানা গিয়েছে, গত ৭ মাস ধরে ফিসচুলায় কষ্ট পাচ্ছিলেন তিনি। গত বছরের অগস্টেও এই কারণেই হাসপাতালে ভর্তি হয়েছিলেন অভিনেত্রী। সেই সময় ঋতাভরীর মা জানিয়েছিলেন, তাঁর সমস‍্যাটা হল পেরিঅ্যানাল অ্যাবসেস অর্থাৎ মলদ্বারের কাছে ফোঁড়া।


এর কারণেই এতদিন ধরে যন্ত্রণার মধ‍্যে ছিলেন ঋতাভরী। ফেলে রাখলে সমস‍্যা বাড়বে বই কমবে না। তাই অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেন তিনি। অবশেষে সফল অস্ত্রোপচারের পর যন্ত্রণা মুক্ত হলেন ঋতাভরী।

নিজের ইনস্টা হ‍্যান্ডেলে একটি ছবি শেয়ার করে অনুরাগীদের এই খবর জানিয়েছেন অভিনছত্রী। হাসপাতালের বেডে বসে নিজের একটি মিষ্টি ছবি শেয়ার করেছেন তিনি। সঙ্গে ক‍্যাপশনে লিখেছেন, গত ৭ মাস তাঁর অত‍্যন্ত যন্ত্রণার মধ‍্যে দিয়ে কেটেছে‌ এমনকি হাঁটতে চলতেও কষ্ট হত। তাই অস্ত্রোপচারই চূড়ান্ত উপায় ছিল সুস্থ হওয়ার।

https://www.instagram.com/p/CMMy36cAmcd/?igshid=n6qlkkxw5qgi

তাঁর অস্ত্রোপচার সফল হয়েছে ও তিনি সুস্থ হচ্ছেন ধীরে ধীরে। ঋতাভরী আরো জানিয়েছেন, এই ছবিটি তাঁর মা তুলেছিলেন। সেই সময় মা কে হাসানোর চেষ্টা করছিলেন তিনি। কারণ খুবই দুশ্চিন্তার মধ‍্যে ছিলেন ঋতাভরীর মা। অভিনেত্রীর এই ছবিতে শুভেচ্ছা ও ভালবাসার বন‍্যা। শুভ কামনা জানিয়েছেন মিমি চক্রবর্তী, বিদিতা বাগ, অনিন্দ‍্য চট্টোপাধ‍্যায়রা।

সম্পর্কিত খবর

X