বাংলা হান্ট ডেস্কঃ এই বছরের শেষে অর্থাৎ অক্টোবর- নভেম্বর মাসে ভারতের মাটিতে বসতে চলেছে টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর। যেহেতু এবার বিশ্বকাপ অনুষ্ঠিত হবে ভারতের মাটিতে সেই কারণে বিশ্বের বিভিন্ন প্রাক্তন ক্রিকেটার থেকে শুরু করে ক্রিকেট বিশেষজ্ঞ সকলেই এগিয়ে রেখেছেন ভারতকে। এমনকি ইংল্যান্ড অধিনায়ক ইয়ন মর্গ্যানও এই বিশ্বকাপে ভারতকে এগিয়ে রেখেছে। তবে ভারত অধিনায়ক বিরাট কোহলি এই বিশ্বকাপে নিজেদের ফেভারিট মানতে নারাজ। তার মতে ভারতের মাটিতে বিশ্বকাপ হলেও এই বিশ্বকাপে এগিয়ে থাকবে ইংল্যান্ড।
এইদিন সাংবাদিক বৈঠকে বিরাট কোহলি জানিয়েছেন, টি-টোয়েন্টি বিশ্বকাপে সব থেকে এগিয়ে থাকবে ইংল্যান্ড। গোটা বিশ্বের নাম্বার ওয়ান দল, তাই ইংল্যান্ড দলকে হারানোই সবথেকে বড় পরীক্ষা হবে। আমার মনে হয় অন্যান্য দলগুলিও আমার সাথে একমত হবে। সকলেই ইংল্যান্ডকে নিয়ে চিন্তাভাবনা করতে শুরু করে দিয়েছে। ওরা যাই বলুন না কেন আসল সত্য হল ইংল্যান্ড এই বিশ্বকাপে বাকিদের থেকে এগিয়ে থেকেই শুরু করবে।
সেই সঙ্গে কোহলি জানিয়েছেন বিশ্বকাপ শুরু হওয়ার আগেই আমরা আমাদের দলে একজন টি-টোয়েন্টি স্পেশালিস্ট এক্স ফ্যাক্টর চাইছি। যিনি প্রয়োজনের সময় টি-টোয়েন্টি ভঙ্গিমায় ব্যাটিং করে দলকে সাহায্য করবেন। সেই কারণেই আসন্ন টি-টোয়েন্টি সিরিজ সেই দিকে আমরা বিশেষ করে নজর দিচ্ছি। সেই সাথে এক বছর পর চোট সারিয়ে দলে ফেরা ভুবনেশ্বর কুমারের প্রশংসা শোনা গিয়েছে বিরাট কোহলির মুখে। কোহলি বলেছেন, আমাদের অন্যতম সেরা টি-টোয়েন্টি বোলারের বিশ্বকাপের দলে থাকা খুবই গুরুত্বপূর্ণ। ওকে দেখে ভালো লাগছে, নিজের ফিটনেসের ব্যাপক উন্নতি করেছে। আসা করছি কয়েক মাসে ভারতের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে ভুবি।”