বৃষ্টির হাত থেকে বাঁচতে গাছের নীচে আশ্রয় নিয়ে ছিল ৪ আবাসন কর্মী। তখনই অকস্মাৎ ব্রজপাতে সেই গাছের মাথা পুড়ে ছারখার হয়ে গেল। আর সঙ্গে নীচে আশ্রয় নেওয়া ৪ ব্যক্তি লুটিয়ে পড়ল মাটিতে। ভয়ঙ্কর এই ব্রজপাতে তাদের মধ্যে ১ জনের ইতিমধ্যেই মৃত্যু হয়েছে, বাকিরা চিকিৎসাধীন।
এই ঘটনা গুরগাঁওয়ের। শুক্রবার সন্ধে নাগাদ তুমুল বৃষ্টি শুরু হয় সেক্টর ১২-র বটিকা সিগেনচার ভিলা অঞ্চলে। সেই বৃষ্টির হাত থেকে নিজেদের রক্ষা করতে চার ব্যক্তি আশ্রয় নেন একটি গাছের নীচে। তারপরই ঘটে গেল এমন মর্মান্তিক ঘটনা। যার ভিডিও পাশের বিল্ডিংয়ে লাগানো সিসিটিভিতে ধরা পড়ে। মুহূর্তের মধ্যেই ভাইরাল হয়ে যাওয়া সেই ভিডিও দেখে শিউরে উঠছেন নেটিজেনরা।
জানা যাচ্ছে ,মাটিতে লুটিয়ে পড়া সেই চার জনের মধ্যে একজনের ইতিমধ্যেই মৃত্যু হয়েছে, আরও একজনের অবস্থা গুরুতর। তবে বাকি দুজন বিপদমুক্ত বলে খবর। এই চারজনকেই ভর্তি করা হয়েছিল মানেসরের একটি বেসরকারি হাসপাতালে। সেখানেই আইসিউইতে চিকিৎসাধীন অবস্থায় মারা যেন একজন।
गुरुग्राम के सेक्टर 82 में शाम पौने 5 बजे वाटिका के सिग्नेचर विला में आसमानी बिजली गिर गई. वहां काम करने वाले 4 माली इसकी चपेट में आ गए. हल्की बारिश की वजह से वे पेड़ के नीचे खड़े थे. यह घटना एक CCTV कैमरे में कैद हो गई. जिसका वीडियो वायरल हो रहा है. हालांकि वे माली अब ठीक हैं. pic.twitter.com/l39smMMQ5S
— Parvez Sagar (@itsparvezsagar) March 12, 2021
অন্যদিকে, হাঁসফাঁস করা গরমের মধ্যে পশ্চিমী ঝঞ্ঝার ফলে কিছুটা স্বস্তি মিললেও, এই ঝঞ্ঝাই এবার কারণ হয়ে উঠল এমন মর্মান্তিক পরিণতির। উল্লেখ্য, এই পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে উত্তর ও মধ্য ভারতে বিগত কয়েকদিন ধরে বজ্রপাত সহ তুমুল বৃষ্টি হয়েছে।