বাংলাহান্ট ডেস্কঃ পায়ে চোট তো কি হয়েছে! নন্দীগ্রাম দিবসে হুইলচেয়ারে বসেই ৫ কিমি রাস্তা পদযাত্রা করলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি (Mamata Banerjee)। অসুস্থ অবস্থাতেই প্রচারে নামার কথা দিয়ে, ৭২ ঘন্টার মধ্যেই যোগ দিলেন নন্দীগ্রাম দিবস উপলক্ষ্যে আয়োজিত পদযাত্রায়। হুইলচেয়ারে বসে শুধু পদযাত্রা নয়, হাজরায় পৌঁছে সভায় বক্তৃতাও দিলেন তিনি।
নিহত বাঘের থেকে আহত বাঘ আরও বেশি ভয়ানক হয়ে ওঠে এই কথা স্মরণ করিয়ে দৃপ্ত কন্ঠে বললেন, ‘খেলা হবে, হুইলচেয়ারে বসেই ভাঙা পা নিয়ে সারা বাংলা ঘুরব। সারা শরীরে আঘাতের চিহ্ন থাকা সত্ত্বেও কোনদিন কোন তোয়াক্কা করিনি। আসলে শরীরের যন্ত্রণার থেকেও মনের যন্ত্রণা অনেক বড়। স্বৈরাচারীদের হাত থেকে গণতন্ত্র রক্ষার দায়িত্ব নিয়ে বাংলাকে ঘিরে চক্রান্ত নস্যাৎ হবেই’।
সভা থেকেই নিজের শারীরিক অবস্থার কথা ব্যক্ত করতে গিয়ে বললেন, ‘চিকিৎসকরা ১৫ দিন বিশ্রাম নিতে বলেছিলেন। এর মধ্যেই ৫-৬ দিন নষ্ট হয়েছে। আর সম্ভব নয়, নাহলে বাংলা দেখবে কে? দুর্গাপুর যেতে হবে, আবার কাল পুরুলিয়া যাওয়ার কথা। আমার যন্ত্রণা থাকলেও, মানুষের কছে আমাকে যেতেই হবে। এই হাজরা থেকেই আমাকে অনেক বার প্রাণে মারার চেষ্টা করা হয়েছে। আঘাত-প্রত্যাঘাতের মধ্যে দিয়ে এভাবেই ভাঙা পা নিয়ে আমাকে এগিয়ে যেতে হবে’।
আজকের এই সভায় প্রচুর সংখ্যক পুলিশের উপস্থিতি লক্ষ্য করা যায়। মিছিলের চারপাশ জুড়ে ৫০ মিটার কর্ডন করা ছিল। অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ তৃণমূলের বেশ কয়েকজন শীর্ষ স্থানীয় নেতৃত্ব উপস্থিত ছিলেন এই পদযাত্রায়। সভা শেষে কপ্টারে করে দুর্গাপুর যাবেন এবং আগামীকাল পুরুলিয়া-বাঁকুড়ায় সভা করার কথা রয়েছে মুখ্যমন্ত্রীর।