বাংলা হান্ট ডেস্কঃ রাজ্যসভার সদস্য জ্যোতিরাদিত্য সিন্ধিয়া শনিবার সকাল মধ্যপ্রদেশের রাজধানী ভোপালে যান। স্টেট হ্যাঙ্গার থেকে সিন্ধিয়ার কনভয় কিছুদূর যেতেই ডিউটিতে থাকা এক সাব-ইনস্পেক্টর পড়ে গিয়ে আহত হন। সিন্ধিয়া আহত এসআইকে দেখা নিজের কনভয় থামিয়ে দেন আর ওনার শুশ্রুষা করা শুরু করে দেন। এসআই-য়ের মাথা থেকে রক্ত পড়ছিল, সিন্ধিয়া নিজের রুমাল দিয়ে এসআই-এর মাথা চেপে ধরে রেখে রক্ত চলাচল বন্ধ করার প্রচেষ্টা করেন। এরপর তিনি এসআইকে জলও খাওয়ান।
এসআই-এর শারীরিক অবস্থা স্বাভাবিক হওয়ার পর সিন্ধিয়ার কনভয় এগিয়ে যায়। পড়ে যাওয়ার ফলে পুলিশকর্মীর হাত আর মাথায় আঘাত লাগে। সিন্ধিয়া পুলিশকর্মীর নাম জিজ্ঞাসা করে বলেন, এখন বিশ্রাম নিন আপনি। সিন্ধিয়া এও বলেন যে, আপনি অনেক শক্তিশালী মানুষ। বলে দিই, কমলনাথ সরকারের পতনের এক বছর পূর্তিতে সিন্ধিয়া ভোপাল গিয়েছিলেন। ভোপালে তিনি শিবরাজ সিং চৌহান আর কয়েকজন মন্ত্রীদের সঙ্গে মুখ্যমন্ত্রী আবাসে লাঞ্চ করেন।
আপনাদের জানিয়ে দিই, গত বছর ২০ মার্চ কমলনাথকে মধ্য প্রদেশের মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দিতে হয়েছিল। কারণ সেই মুহূর্তে জ্যোতিরাদিত্য সিন্ধিয়া কমলনাথের সঙ্গ ত্যাগ করে ২২ জন কংগ্রেসের বিধায়কের সঙ্গে নিয়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন।