হাতে আর মাত্র কয়েকটা দিন, সেরে ফেলুন PAN CARD-র জরুরি এই কাজটি, অন্যথায় ১০,০০০ টাকা জরিমানা

বাংলাহান্ট ডেস্কঃ গোটা দেশকে ডিজিটাল ( Digital India )  করার লক্ষে অনেক আগে থেকেই বড়সড় পদক্ষেপ নিতে শুরু করেছে মোদী সরকার ( Modi Govt )। তাই সব কিছু স্মার্ট করার লক্ষে নিত্যপ্রয়োজনীয় অনেক কিছুই এখন হয়ে উঠছে স্মার্ট। সেই তালিকায় রয়েছে আধার কার্ড ( Aadhaar Card ) ও প্যান কার্ডও ( Pan Card )। গত বছরেই আধার ও প্যান কার্ডে সংযুক্তকরণের লক্ষে নির্দিষ্ট সময়সীমা বেঁধে দিয়েছিল কেন্দ্রীয় সরকার। তবে করোনা অতিমারীর কারনে পরে তার সময় আরও বাড়িয়ে করা হয় ৩১ মার্চ। অর্থাৎ আপনার হাতে আর মাত্র কয়েকটা দিন। তারই আগে আপনার প্যান কার্ডের সঙ্গে আধার নম্বর সংযুক্ত করতে হবে। অন্যথায় দিতে হতে পারে মোটা টাকা জরিমানা। এমনকি বাতিল বলে গণ্যও হতে পারে আপনার প্যান কার্ড।

তাই এই সমস্ত মুশকিলে জোড়াতে না চাইলে এখনই সেরে ফেলুন প্যান কার্ডের সঙ্গে আধার কার্ডের সংযুক্তকরণ। নীচে বাড়ি বসেই গোটা প্রক্রিয়া সম্পন্ন করার পদ্ধতি তুলে ধরা হল-

aadhaar card & pan card link

● প্রথমে আপনার প্যান কার্ডের সঙ্গে আধার নম্বর যোগ করা আছে কিনা তা জানতে প্রবেশ করুন আইকর বিভাগের অফিশিয়াল ওয়েবসাইটে। যেটি হল – www.incometaxindiaefiling.gov.in ।

বাম দিকে লিখিত দ্রুত লিঙ্ক অপশনের লিঙ্ক বেসটিতে ক্লিক করুন,
সদ্য খোলা পৃষ্ঠার শীর্ষে একটি হাইপারলিঙ্ক থাকবে, যেখানে আধার লিঙ্কটির প্রয়োগ সম্পর্কিত তথ্য ইতিমধ্যে সম্পন্ন হয়েছে।
এই হাইপারলিংকে ক্লিক করে আপনাকে প্যান এবং আধারের বিশদটি পূরণ করতে হবে।
এর পরে ভিউ লিঙ্কটিতে ক্লিক করে আপনার আধার স্থিতি জানতে পারবেন এবং এখানেই আপনি জানতে পারবেন আপনার আধার এবং প্যান লিঙ্ক আছে কি না।

● যদি না থাকে তবে পরবর্তী ধাপে আপনি সেটি নিজেই সম্পন্ন করতে পারবেন। তার জন্য আপনার ফোনে মেসেজ বক্সে আইডিপিএন টাইপ করুন, তারপর স্পেস দিয়ে আধার নম্বর এবং প্যান নম্বর দিন।
এই বার্তাটি 567678 বা 56161 এ পাঠান।
এর পরে আয়কর বিভাগ দুটি নথি লিঙ্ক করার প্রক্রিয়া শুরু করবে।

● অনলাইন ছাড়াও একটি সহজ উপায় হলঃ
আয়কর বিভাগের ( Income Tax Department ) অফিসিয়াল ওয়েবসাইটে বাম পাশে কুইক লিংক অপশনে লিঙ্কটি ক্লিক করুন।
যদি আপনার অ্যাকাউন্ট তৈরি না হয় তবে প্রথমে তা নিবন্ধ করুন। এখানে আপনাকে প্যান, আধার নম্বর এবং নাম পূরণ করতে হবে, তারপর একটি ওটিপি সংশ্লিষ্ট মোবাইল নম্বরে আসবে।
ওটিপি পূরণের পরে, আপনার আধার এবং প্যানটি সংযুক্ত হয়ে যাবে।

প্রসঙ্গত, যদি আপনি আপনার প্যান কার্ডের  ( Pan Card ) সঙ্গে আধার কার্ড ( Aadhaar Card ) সংযুক্ত না করেন, তাহলে ১৯৬১ সালের ভারতীয় দণ্ড বিধির ২৭২বি ধারা অনুসারে আপনার প্যান কার্ড বাতিল বলে গণ্য হবে এবং সেই বাতিল প্যান কার্ড ব্যবহার করলে আপনাকে গুনতে হতে পারে ১০ হাজার টাকা পর্যন্ত জরিমানা।


সম্পর্কিত খবর