সেরা অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত, জাতীয় পুরস্কার পেল প্রয়াত সুশান্তের ‘ছিছোঁড়ে’ ও সৃজিতের ‘গুমনামি’

বাংলাহান্ট ডেস্ক: দীর্ঘ এক বছর অপেক্ষার পর অনুষ্ঠিত হল ৬৭তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার (national film awards) প্রদান অনুষ্ঠান। প্রত‍্যেক বছর ৩রা মে জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। কিন্তু গত বছর করোনার জেরে লকডাউনের কারণে অনুষ্ঠিত হয়নি তা। অবশেষে প্রায় এক বছর অপেক্ষার পর ঘোষিত হল বিজেতাদের নাম।

নয়া দিল্লির ন‍্যাশনাল মিডিয়া সেন্টারে সাংবাদিক সম্মেলন করে ঘোষিত হল পুরস্কার বিজেতাদের নাম। এবারে ফিচার ফিল্ম ক‍্যাটেগরিতে স্থান পেয়েছিল ৪৬১টি ছবি ও নন ফিচার ফিল্ম ক‍্যাটেগরিতে ছিল ২২০টি ছবি।

Kangana Ranaut Angry
সেরা হিন্দি ছবির পুরস্কার জিতেছে প্রয়াত সুশান্ত সিং রাজপুত অভিনীত ছিছোঁড়ে, সেরা বাংলা ছবি পরিচালক সৃজিত মুখার্জির গুমনামি। সেরা অ্যাডাপটেড স্ক্রিনপ্লের পুরস্কারও জিতে নিয়েছে গুমনামি। সেরা সংলাপের শিরোপা পেয়েছে দ‍্য তাসখন্দ ফাইলস।

মালয়ালম ছবি জাল্লিকাট্টু পেয়েছে সেরা সিনেম‍্যাটোগ্রাফির পুরস্কার। কেশরি ছবির তেরি মিট্টি গানের জন‍্য সেরা পুরুষ প্লেব‍্যাক সিঙ্গারের শিরোপা পেলেন বি প্রাক। দ‍্য তাসখন্দ ফাইলসের জন‍্য সেরা সহ অভিনেত্রীর পুরস্কার পেলেন পল্লবী যোশী।

Sushant singh rajput 1200 4
সেরা অভিনেত্রীর তকমা পেলেন কঙ্গনা রানাওয়াত, তাও আবার মণিকর্ণিকা ও পাঙ্গা দু দুটি ছবির জন‍্য। অপরদিকে অসুরান ছবির জন‍্য ধনুষ এবং ভোসলে ছবির জন‍্য মনোজ বাজপেয়ী পেয়েছেন সেরা অভিনেতার পুরস্কার।

এর আগে ২০১৯ সালে ৬৬ তম জাতীয় পুরস্কারে ভিকি কৌশল অভিনীত উরি: দ‍্য সার্জিক‍্যাল স্ট্রাইক চার চারটি পুরস্কার জিতে নিয়েছিল। এক যে ছিল রাজা ছবির জন‍্য একাধিক সেরার পুরস্কার জিতেছিলেন পরিচালক সৃজিত মুখার্জি।

Avatar
Niranjana Nag

সম্পর্কিত খবর