বাংলাহান্ট ডেস্ক: বলিউডের অন্যতম জনপ্রিয় তারকাদের মধ্যে নিঃসন্দেহে উঠে আসবে মালাইকা অরোরার (malaika arora) নাম। তাঁকে ঘিরে যেমন বিতর্ক সৃষ্টি হয়েছে তেমনই বারংবার সংবাদ শিরোনামে উঠে এসেছেন তিনি। একটা সময় সলমন খানের দাদা আরবাজ খানের ঘরনী ছিলেন তিনি। তবে দীর্ঘদিন সম্পর্কে থাকার পরে বিচ্ছেদ হয়ে যায় তাঁদের। এখন অর্জুন কাপুরের সঙ্গে চুটিয়ে প্রেম করছেন মালাইকা। শোনা যাচ্ছে, খুব শীঘ্রই বিবাহ বন্ধনেও আবদ্ধ হতে চলেছেন তাঁরা।
লকডাউনে করোনা আক্রান্ত হয়েছিলেন মালাইকা অর্জুন দুজনেই। কোয়ারেন্টাইনে থাকার পর করোনাকে হারিয়ে রোজকার জীবনে ফিরে এসেছেন মালাইকা। নিজের শরীর স্বাস্থ্য, ফিগার সম্পর্কে তিনি যে অত্যন্ত সচেতন তা আর নতুন করে বলে দিতে হয় না। করোনা মুক্ত হয়েই ফের শরীরচর্চা শুরু করে দিয়েছেন তিনি। প্রায়ই মুম্বইয়ের রাস্তায় পাপারাৎজির ক্যামেরাবন্দি হন মালাইকা।
সম্প্রতি একটি ভিডিও তুমুল ভাইরাল হয়েছে মালাইকার। জিমে শরীরচর্চা করার ফাঁকেই ভিডিওটি শুট করেছেন তিনি। স্পোর্টস ব্রা ও ছোট্ট হটপ্যান্ট পরে গানের তালে নিতম্ব দোলাতে দেখা যাচ্ছে তাঁকে। সম্ভবত মালাইকার জিম ট্রেনারই শুট করেছেন ভিডিওটি।
সোশ্যাল মিডিয়ায় ভিডিওটি ভাইরাল হতেই উড়ে এসেছে একের পর এক কটাক্ষ। মালাইকাকে ‘বুড়ি’ বলে কটুক্তি করতেও ছাড়েনি অনেকেই। আবার একজন লিখেছেন, নিজের থেকে অর্ধেক বয়সের ছেলে পাকরাও করার জন্যই এসব কাণ্ড কারখানা করছেন মালাইকা।
অবশ্য ট্রোল, সমালোচনা মালাইকার জীবনে নতুন নয়। কয়েক মাস আগেই গোয়াতে গিয়ে বিকিনি ফটোশুট করে ট্রোলড হয়েছিলেন তিনি। অর্জুন কাপুরের সঙ্গে সম্পর্কের কারণে তো প্রায়শই কটাক্ষের সম্মুখীন হতে হয় তাঁকে। তবে কোনো সমালোচনাতেই বিশেষ পাত্তা দেন না মালাইকা।
View this post on Instagram
‘বিজেপির মেদ হয়েছে…’ বিস্ফোরক দিলীপ ঘোষ, শুভেন্দুকে নিয়েও বড় মন্তব্য প্রবীণ নেতার