নরেন্দ্র মোদীজির নেতৃত্বে বাংলাকে তোলাবাজি মুক্ত করার ডাক শ্রাবন্তীর, পোস্টে লাইক করলেন মিমি-কৌশানি-নিখিল!

Published On:

বাংলাহান্ট ডেস্ক: একুশের বিধানসভা নির্বাচনের আগে টলিউড প্রায় ফাঁকা করে রাজনীতিতে যোগ দিয়েছেন তারকারা। তৃণমূল, বিজেপিতে দুই দলেই ভাগ হয়ে গিয়েছেন তাঁরা। তৃণমূলে যেমন যোগ দিয়েছেন রাজ চক্রবর্তী, কৌশানি মুখার্জি (koushani mukherjee), সায়ন্তিকা ব‍্যানার্জিরা, তেমনি বিজেপিতে গিয়েছেন শ্রাবন্তী চ‍্যাটার্জি (srabanti chatterjee), যশ দাশগুপ্ত, পায়েল সরকাররা।

তবে রাজনৈতিক দল আলাদা হলেও ব‍্যাকগ্রাউন্ড সকলেরই এক। সকলেই অভিনয় জগতের মানুষ। রাজনৈতিক মতাদর্শ আলাদা হলেও সহ অভিনেতা হিসাবে বেশ ভাল বন্ধু সকলেই। একে অপরের সোশ‍্যাল মিডিয়া পোস্টেও লাইক কমেন্ট করতেও দেখা যায় তাঁদের। কিন্তু এবার এই লাইকের জেরেই ট্রোলের সম্মুখীন হয়েছেন মিমি চক্রবর্তী (mimi chakraborty), কৌশানি মুখার্জিরা।


আসলে শ্রাবন্তীর একটি ইনস্টাগ্রাম পোস্টে লাইক করেন মিমি, কৌশানি। তবে তা যেমন তেমন পোস্ট নয়। বেহালা পশ্চিম বিধানসভা কেন্দ্র থেকে বিজেপির হয়ে প্রার্থী হয়েছেন শ্রাবন্তী। গতকাল মনোনয়ন পত্র জমা দিয়ে সেই ছবি নিজের ইনস্টা হ‍্যান্ডেলে শেয়ার করেন অভিনেত্রী।

ক‍্যাপশনে তৃণমূল সরকারকে কটাক্ষ করে তিনি লেখেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজির নেতৃত্বে পশ্চিমবঙ্গকে দুর্নীতি তোলাবাজি মুক্ত করে, বেহালা পশ্চিমে শুধু ক্লাবে ক্লাবে ফুর্তি করার দান খয়রাতি নয়, সামাজিক উন্নয়নের সাথে সোনার বাংলার সংকল্প নিয়ে বেহালা পশ্চিমে সুখে দুঃখে সব সময় পাশে দাঁড়ানোর শপথ নিয়ে আজ মনোনয়নপত্র জমা দিলাম।’

এই পোস্টেই কিনা লাইক করেছেন তৃণমূল সাংসদ মিমি ও কৃষ্ণনগর উত্তরের প্রার্থী কৌশানি। তালিকায় রয়েছে আরো একটি নাম। তৃণমূল সাংসদ নুসরত জাহানের স্বামী নিখিল জৈনকেও দেখা গিয়েছে এই পোস্টে লাইক করতে। তবে বিষয়টা নিয়ে শোরগোল শুরু হতেই লাইক সরিয়ে দিয়েছেন সকলেই।

https://www.instagram.com/p/CMwo1T0hVO1/?igshid=1v048nviv3b2

উল্লেখ‍্য, গত বছরের শেষ থেকেই নুসরত ও নিখিলের দাম্পত‍্য জীবনে সমস‍্যা দেখা দিয়েছে, একথা সকলেরই জানা। নুসরতকে সম্প্রতি নিখিলের ক্লোদিং ব্র‍্যান্ডের অ্যাম্বাসাডর পদ থেকেও সরিয়ে দেওয়া হয়েছে। পরিবর্তে ব্র‍্যান্ডের সঙ্গে যুক্ত হয়েছেন শ্রাবন্তী। এমন অবস্থায় শ্রাবন্তীর পোস্টে নিখিলের লাইক নতুন করে গুঞ্জন তুঙ্গে তুলেছে।

X