মিষ্টির দোকানের বাস্কের মধ্যে লাফিয়ে বেড়াচ্ছে কুকুর! ভাইরাল ভিডিও দেখে চক্ষু ছানাবড়া নেটিজনদের

বাংলাহান্ট ডেস্কঃ বর্তমান দিনে সংবাদ মাধ্যমের একটি গুরুত্বপূর্ণ অংশ হয়ে দাঁড়িয়েছে )। এই ধরণের সংবাদ যেমন মানুষকে আকর্ষণ করে, তেমন কিন্তু অনেক সময় অনেক ভাইরাল ভিডিও থেকে মানুষ বিভিন্ন বিষয়ে শিক্ষার্জনও করতে পারে।

আবার অনেক সময় এমন অনেক ভাইরাল ভিডিও স্যোশাল মিডিয়ায় ঘুরে দাঁড়ায়, যা মানুষের চক্ষূ কর্ণের বিবাদ ভঞ্জন করে দেয়, এককথায় চোখ খুলে দেয় মানুষের। সেরকমই একাধারে মজাদার আবার অন্যদিকে শিক্ষামূলক একটি ভিডিও সম্প্রতি দিনে ভাইরাল হয়েছে নেটদুনিয়ায়।

নেটদুনিয়ায় ভাইরাল হওয়া এই ভিডিও আগে দেখে নিন।

https://www.instagram.com/p/CMzsQNnnpKr/?utm_source=ig_embed&utm_campaign=embed_video_watch_again

ভিডিওতে দেখা যাচ্ছে একটি মিষ্টির দোকান। যেখানে সাজিয়ে রাখা মিষ্টির ট্রের উপর লাফিয়ে বেড়াচ্ছে কুকুর। কিভাবে ওই মিষ্টির দোকানের কাঁচের বাস্কের মধ্যে ঢুকে গেল কুকুরটি সেটা অবশ্য দেখা যায়নি। তবে ভিডিওতে দেখা যাচ্ছে দোকানি সেই কুকুরটাকে তাড়িয়ে তাঁর দোকান থেকে বার করছেন।

এই দৃশ্যটি রাস্তার অপর প্রান্তে দাঁড়িয়ে কেউ মোবাইল বন্দী করে নেয়। আর স্যোশাল মিডিয়ায় শেয়ার করতেই তা ভাইরাল হয়ে যায়। মিনদা ভাই নামে এক ট্যুইটার ব্যবকারী নিজের ট্যুইটার হ্যান্ডেল থেকে এই ভিডিও শেয়ার করে লিখেছেন, ‘এটা একটা মিষ্টির দোকান, আর এটা একটা কুকুর। আর দোকানদার কুকুরটাকে তাড়াচ্ছে’।

স্যোশাল মিডিয়ায় এই ভিডিও অনেকে মজার ছলে নিলেও, কারো কারো মনে প্রশ্ন জেগেছে এরপর এই মিষ্টির দোনাকদার মিষ্টি গুলো নিয়ে কি করবেন? তিনি কি এগুলো ফেলে দেবেন? নাকি আবারও নতুন করে সাজিয়ে বিক্রির জন্য প্রস্তুত করবেন?

Smita Hari

সম্পর্কিত খবর