বাংলা হান্ট ডেস্কঃ ১ এপ্রিল রাজ্যের চার জেলার ৩০ আসনে দ্বিতীয় দফার নির্বাচন চলছে। দ্বিতীয় দফার নির্বাচনে হাইভোল্টেজ বিধানসভা কেন্দ্র নন্দীগ্রামকে পুরো নিরাপত্তা বলয়ে ঢেকে ফেলা হয়েছে। গতকাল সন্ধ্যে বন্ধ করে দেওয়া হয়েছিল নন্দীগ্রামের সীমান্ত। স্থল-জল আর আকাশপথে চালানো হচ্ছে কড়া নজরদারি।
নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রে ২২ কোম্পানির কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে। বাড়িয়ে দেওয়া হয়েছে বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী এবং সংযুক্ত মোর্চার বাম প্রার্থী মীনাক্ষী মুখোপাধ্যায়ের নিরাপত্তা। আর এরই মধ্যে নন্দীগ্রামে বিজেপির কর্মীর রহস্যমৃত্যু নিয়ে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।
নন্দীগ্রামের ১ নম্বর ব্লকের পূর্ব ভেকুটিয়ায় বিজেপির কর্মীর ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছে। মৃত বিজেপি কর্মীর নাম উদয়শঙ্কর দুবে বলে জানা গিয়েছে। বিজেপি কর্মীর পরিবারের দাবি বেশ কয়েকদিন ধরে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা তাঁকে হুমকি দিচ্ছিল আর সেই চাপ সহ্য করতে না পেয়ে সে আত্মঘাতী হয়।