বাংলা হান্ট ডেস্কঃ সকাল ১১টার মধ্যে একুশের বিধানসভা নির্বাচনের সবথেকে হাইভোল্টেজ আসন নন্দীগ্রামে ৩৪ শতাংশ ভোট পড়েছে। দ্বিতীয় দফায় যেই চার জেলায় নির্বাচন হচ্ছে, তাঁর মধ্যে সবথেকে বেশি ভোট পড়েছে পশ্চিম মেদিনীপুরে। ভোটগ্রহণ শুরু হওয়ার পর থেকে সকাল ১১টা পর্যন্ত পশ্চিম মেদিনীপুরে ভোট পড়েছে ৪১.৩৭ শতাংশ।
আরেকদিকে, পূর্ব মেদিনীপুরে সকাল ১১টা পর্যন্ত ভোট পড়েছে ৩৮.২৫ শতাংশ। সবথেকে কম ভোট পড়েছে দক্ষিণ ২৪ পরগনায়। সেখানে সকাল ১১টা পর্যন্ত ভোট পড়েছে ২৭.১৫ শতাংশ। আর বাঁকুড়া জেলায় সকাল ১১টা পর্যন্ত ভোট পড়েছে ৩৭.০৪ শতাংশ।
পশ্চিমবঙ্গের নির্বাচনে আগাগোড়াই ব্যাপক হারে ভোট পড়ে। তবে সবথেকে বেশি ভোট পড়ে বেলার শেষের দিকে। আর সেই সময় বেশি ভোট পড়ার মানে ছাপ্পা ভোট অথবা বুথ দখল বলে মনে করে ওয়াকিবহাল মহল। তবে এবার সকালের দিকেই বিপুল হারে ভোট পড়ছে। এরমানে এই যে, সাধারণ মানুষ নিজেরাই নিজেদের ভোট দিতে পারছেন আর বুথ দখল এবং ছাপ্পা ভোটের অভিযোগ প্রায় নেই বললেন চলে।