যে ফুলে যে দেবতা তুষ্ট, এক মনে তাঁকে সেই ফুল দিয়েই স্মরণ করুণ- মিলবে আশির্বাদ

Published On:

বাংলাহান্ট ডেস্কঃ পুজোর ক্ষেত্রে ফুল (flower) খুবই গুরুত্বপূর্ণ একটি উপাদান। ঠাকুরের আসনের সঙ্গে ভগবানকে ফুল দিয়ে সুন্দর করে সাজাতে সকলেই খুব ভালোবাসেন। অনেকে আবার বিশেষ বিশেষ দিনে ঠাকুরঘর সহ গোটা বাড়িটাকেই ফুল দিয়ে সুন্দর করে সাজিয়ে তোলে।

দেবদেবীর চরণে ফুল অর্পণ করার আগে কয়েকটি বিষয় মাথায় রাখা খুবই উপকারি। যেমন ধরুন- কোন দেবতা কোন ফুলে তুষ্ট হন, আর কোন দেবতার পুজোয় কোন ধরণের ফুল ব্যবহার করতে হয়। আসুন জেনে নেওয়া যাক-

দূর্বা এবং যেকোন ফুল দিয়ে গণেশ দেবতার পুজো করতে পারেন।

নাগকেশরের সাদা ফুল বা ধূতরা ফুল, শুকনো পদ্ম গাট্টা, নীলকন্ঠ ফুল ও নিঁখুত বেলপাতা দিয়ে দেবাদিদেব মহাদেবের আরাধনা করুন।

মা দুর্গার পুজোর ক্ষেত্রে সাদা পদ্ম, চাঁপা ফুল এবং পলাশ ফুল দিয়ে পুজো করলে মা সন্তুষ্ট হন।

মা কালীর পুজোর ক্ষেত্রে জবা ফুল ব্যবহার করতে হয়।

পদ্ম, লাল গোলাপ এবং হলুদ খুবই প্রিয় মা লক্ষ্মীর। তাই মা লক্ষ্মীর পুজোয় এই ধরনের ফুল ব্যবহার করুন।

লাল বা গাঁদা ফুল ব্যবহার করতে পারেন বজরঙ্গবলীর পুজোতে।

তুলসী, পদ্ম, মালসিরি, জুঁই, কদম, মালতী, বাসন্তী, চম্পা ফুল দিয়ে পুজো করুন দেবতা নারায়ণকে।

করবী, মালতী, পলাশ এবং গাঁদা ও তুলসী পাতা দিয়ে পুজো করুন গোপাল ঠাকুরের।

সরস্বতী পুজোতে সাদা বা হলুদ রঙের ফুল ব্যবহার করুন।

নির্দিষ্ট ফুল দিয়ে আরাধনা করুন বিশেষ দেওবতার, জীবনে ফিরবে সুখের দিন।

সম্পর্কিত খবর

X