বাংলা হান্ট ডেস্কঃ দক্ষিণ ২৪ পরগনা জেলার বারুইপুরে শুক্রবার তল্লাশি চলাকালীন ৪১টি তাজা বোমা উদ্ধার হয়। একটি ঝোপের মধ্যে এই বোমা গুলো উদ্ধার হয়। বলে রাখি, বারুইপুরের আশেপাশেই শুক্রবার কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় রোড শো করেছিলেন।
In a raid held in Baruipur's Padmapukur area, 41 crude bombs were recovered from a bush, yesterday. Case registered, no arrest has been made yet, probe is on: District Election Officer, South 24 Parganas, West Bengal pic.twitter.com/OsyAAeYM57
— ANI (@ANI) April 3, 2021
বোমা উদ্ধারের মামলায় দক্ষিণ ২৪ পরগনা জেলার নির্বাচনী আধিকারিক বলেন, মামলা দায়ের করা হয়েছে আর তদন্ত শুরু হয়েছে। কে বা কারা অভিযুক্ত সেটা এখনও জানা যায়নি আর কাউকে গ্রেফতারও করা হয়নি। বলে রাখি, নির্বাচনের নির্ঘণ্টের পর এখনও পর্যন্ত বাংলা জুড়ে ১ হাজারেরও বেশি বোমা উদ্ধার হয়েছে।
বারুইপুর পশ্চিম বিধানসভায় বিশাল রোড শো-তে উপস্থিত আছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী শ্রী @AmitShah জী। pic.twitter.com/kkl4XzS3WX
— BJP Bengal (@BJP4Bengal) April 2, 2021
পশ্চিমবঙ্গে আট দফায় নির্বাচন হতে চলেছে। ইতিমধ্যে দু’দফার নির্বাচন সম্পন্ন হয়েছে এবং এখনও ছয় দফার নির্বাচন হওয়া বাকি আছে। আর নির্বাচনের মধ্যে রাজ্যের চারিদিক থেকে এত পরিমাণে বোমা উদ্ধার হওয়ার ঘটনায় চিন্তিত প্রশাসন। কমিশনের কাছে শান্তিপূর্ণ নির্বাচন করানো এখন বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।