বাংলা হান্ট ডেস্কঃ ছত্তিসগড়ের বীজাপুর জেলায় সেনা আর নকশালের মধ্যে সংঘর্ষ হয়। শনিবার সকাল থেকে হওয়া এই সংঘর্ষে সেনার পাঁচ জওয়ান শহীদ হন এবং ১০ জন আহত জন। বীজাপুর জেলার তারেম থানা এলাকার একটি জঙ্গলে এই সংঘর্ষ হয় বলে জানা যায়। কয়েকজন নকশালিও মরেছে বলে জানা যাচ্ছে। আহত জওয়ানদের উদ্ধার করে হেলিকপ্টারে করে বীজাপুরে পাঠানো হয়েছে। শোনা যাচ্ছে যে, ঘটনাস্থলে ২০০-র বেশি নকশালি লাগাতার ফায়ারিং করছে।
#UPDATE | Five security personnel died & around 10 others injured in an exchange of fire with Naxals in jungles near Tarrem, Bijapur, says Chhattisgarh DGP DM Awasthi https://t.co/JJNn9h4kfx pic.twitter.com/RPqbBRZhbE
— ANI (@ANI) April 3, 2021
প্রাপ্ত তথ্য অনুযায়ী, এনকাউন্টারে কোবর ব্যাটেলিয়নের এক জওয়ান, দুজন বস্তরিয় ব্যেটেলিয়নের জওয়ান আর দুজন DRG এর জওয়ান শহীদ হয়েছে। এছাড়াও কয়েকজন মাওবাদিও নিকেশ হয়েছে বলে জানা গিয়েছে। একজন মাওবাদির দেহ পুলিশ বাজেয়াপ্ত করেছে। জানা যাচ্ছে যে, পুলিশ যে মাওবাদির দেহ বাজেয়াপ্ত করেছে সেটা এক মহিলার।
DGP ডিএম অবস্থি জানান, এনকাউন্টারে সেনার পাঁচ জওয়ান শহীদ হয়েছে। আর বেশ কয়েকজন গুরুতর আহত হয়েছে। তিনি জানান, বেশ কয়েকজন নকশালিকে নিকেশ করা হয়েছে তবে ঠিক কতজন সেটা তিনি বলতে পারেন নি।