‘রাম সেতু’র শুটিং শুরু করতে না করতেই বাধা, গুরুতর অসুস্থ হয়ে পড়লেন অক্ষয় কুমার!

বাংলাহান্ট ডেস্ক: সবে মাত্র কিছুদিন আগে শুরু করেছিলেন ‘রাম সেতু’ (ram setu) ছবির শুটিং। শুটিং শুরু হতে না হতেই বাধার সম্মুখীন হতে হল। গুরুতর অসুস্থ হয়ে পড়লেন অক্ষয় কুমার (akshay kumar)। করোনা আক্রান্ত হয়েছেন বলিউডের খিলাড়ি কুমার। ইন্ডাস্ট্রির অন‍্যতম ফিট অভিনেতা হওয়া সত্ত্বেও করোনার হাত থেকে রক্ষা পেলেন না তিনি।

নিজেই করোনা আক্রান্ত হওয়ার খবর জানিয়েছেন অক্ষয়। তিনি লিখেছেন, ‘সবাইকে জানিয়ে রাখি আজ সকালে আমার করোনা রিপোর্ট পজিটিভ এসেছে। নিয়ম মেনে আমি নিজেকে কোয়ারেন্টাইন করে নিয়েছি। চিকিৎসার মধ‍্যে রয়েছি। যারা আমার সংস্পর্শে এসেছেন তারা দয়া করে পরীক্ষা করিয়ে নিন। দ্রুত কাজে ফিরব আমি।’

akshaykumar 1585397324
গত ৩০ মার্চ থেকে শুরু হয় রাম সেতুর শুটিং। তবে সমস্ত কোভিড বিধি মেনেই চলছিল শুটিং। এমন অবস্থায় কিকরে করোনা আক্রান্ত হলেন আক্কি সেই প্রশ্ন উঠছে। তবে এই মুহূর্তে আইসোলেশনে রয়েছেন অক্ষয়। আশা করা যাচ্ছে সুস্থ হয়ে দ্রুত কাজে ফিরবেন তিনি।

কিছুদিন আগে রাম সেতু ছবির দুই অভিনেত্রী নুসরত ভারুচা ও জ‍্যাকলিন ফার্নান্ডেজকে নিয়ে মুম্বইয়ের কালিনা এয়ারপোর্ট থেকে প্রাইভেট জেটে অযোধ‍্যা উড়ে যান অক্ষয়। ছিমছাম লুকেই এদিন মুম্বইয়ের বিমান বন্দরে পাপারাৎজির ক‍্যামেরাবন্দি হন অক্ষয়।

https://twitter.com/akshaykumar/status/1378554562638798852?s=19

নুসরত ও জ‍্যাকলিনের সঙ্গে একটি ছবি শেয়ার করে অক্ষয় লেখেন, ‘একটি বিশেষ ছবি, একটি বিশেষ শুরু। রাম সেতু টিম অযোধ‍্যা পাড়ি দিল মহর‍ৎ শটের জন‍্য। সফর শুরু হল। আপনাদের সকলের থেকে শুভ কামনা চাই।’

প্রসঙ্গত, সংবাদ মাধ‍্যম সূত্রে খবর, ছবিতে একজন পুরাতত্ত্ববিদের চরিত্রে দেখা যাবে খিলাড়ি কুমারকে। ছবিতে অক্ষয়ের বিপরীতে রয়েছেন জ‍্যাকলিন ফার্নান্ডেজ ও নুসরত ভারুচা। পরিচালক জানিয়েছেন, তিনি বহুবার অযোধ‍্যা গিয়েছেন। তাই ছবির মহরত সেখানেই হবে এবং অযোধ‍্যাতেই শুরু হবে ছবির শুটিং। গত বছরেই অক্ষয়কে রাম সেতু ছবির প্রস্তাব দিয়েছিলেন অভিষেক শর্মা।

এই মুহূর্তে সূর্যবংশী ছবির মুক্তির জন‍্য অপেক্ষা করছেন অক্ষয়। তবে করোনা আবহে ফের পিছিয়েছে ছবির মুক্তি তারিখ। ছবিতে অক্ষয় ছাড়াও রয়েছেন অজয় দেবগণ, রণবীর সিং ও ক‍্যাটরিনা কাইফ। ছবির পরিচালনার দায়িত্বে রয়েছেন রোহিত শেট্টি।

Niranjana Nag

সম্পর্কিত খবর