হু হু করে বাড়ছে করোনা, এমন পরিস্থিতিতে আইপিএল আয়োজন নিয়ে বড় আপডেট দিলেন সৌরভ গাঙ্গুলি

বাংলা হান্ট ডেস্কঃ গত বছর থেকে শুরু হয়েছে করোনা মহামারি। গতবছর ভারতবর্ষে করোনা ভাইরাস ব্যাপক মাত্রায় ছড়িয়ে গিয়েছিল যার কারণে গত মরশুমে ভারতের বদলে সংযুক্ত আরব আমিরশাহীতে অনুষ্ঠিত হয়েছিল বিশ্বের সবচেয়ে জনপ্রিয় টি-টোয়েন্টি লিগ “ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ।” তবে এই বছর দেশের মাটিতেই আইপিএল আয়োজন করতে চলেছে বিসিসিআই। সেই প্রস্তুতি ইতিমধ্যেই সম্পূর্ণ হয়েছে বিসিসিআইয়ের। তবে ধীরে ধীরে ফের ভারতবর্ষে করোনা ভাইরাস ছড়িয়ে পড়তে শুরু করেছে। যদিও ভারতে করোনার টিকা আবিস্কার হয়ে গিয়েছে।

এই বছর আইপিএল এর বেশিরভাগ ম্যাচ রয়েছে মুম্বাইয়ে। সেই কারণে ইতিমধ্যেই বেশিরভাগ আইপিএল দল মুম্বাইয়ে নিজেদের প্রস্তুতি শুরু করে দিয়েছে। অপরদিকে মুম্বাইয়ে গত কয়েক সপ্তাহে হু হু করে বেড়ে চলেছে করোনা ভাইরাস। ইতিমধ্যেই করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে পড়েছেন আইপিএলের 14 তম সংস্করণ এর সঙ্গে যুক্ত বেশ কিছু সাপোর্ট স্টাফ সহ ক্রিকেটার। এমন অবস্থায় অনেকেই দাবি করেছেন আইপিএল স্থগিত করে দেওয়ার।

n2684507728e60726d6e913b9ae516343eb440ff8a786229f38d56f4d1c7c65902c3bd0777

এবার এই প্রসঙ্গে মুখ খুললেন বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলী। সৌরভ গাঙ্গুলী সরাসরি জানিয়েছেন আইপিএল বন্ধ হওয়ার কোন সম্ভাবনা নেই। এমনকি আইপিএল স্থগিত করার কোন প্রশ্নই ওঠে না। তিনি জানিয়েছেন, এই মুহূর্তে দেশজুড়ে করোনা সংক্রমণ বৃদ্ধি পাচ্ছে বিশেষ করে মুম্বাইয়ে ব্যাপকহারে করোনা সংক্রমণ বাড়ছে। আর এই সমস্ত দিকে নজর রাখছে বিসিসিআই। সেই সঙ্গে বিসিসিআই উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করেছে যাতে আইপিএল এর সঙ্গে যুক্ত কোন স্টাফ এবং ক্রিকেটার করোনায় আক্রান্ত না হয়। সেই কারণে আইপিএল স্থগিত হওয়ার কোন সম্ভাবনা নেই।

Avatar
Udayan Biswas

সম্পর্কিত খবর