গাড়ি নেই, ব্যাংকে জমা কোটি টাকার বেশি! হলফনামায় হিসাব দিলেন ‘মদন দা’

Published On:

বাংলাহান্ট ডেস্কঃ রাজ্যের প্রাক্তন মন্ত্রী তিনি। সারদাকাণ্ডে জেলেও গিয়েছেন। এখনও তাঁকে ডেকে পাঠানো হয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলি তরফে। কিন্তু এত ‘ঝড়’ সামলেও তিনি ‘দিদি’র অনুগত। ভরা জনসভায় তাঁকে ‘বাংলার ক্রাশ’ বলেও ঘোষণা করেছেন এক টেলি নায়িকা। জানেন কত সম্পত্তির মালিক সেই এই মদন দা!

গত ২৪ মার্চ নির্বাচনী হলফনামা জমা দেন মদন মিত্র (Madan Mitra)। সেখানে তিনি উল্লেখ করেন, ব্যাংকে রয়েছে ১ কোটি ২ লাখ ৯৬ হাজার ২৯১ টাকা। এবং তাঁর স্ত্রী অর্চনা মিত্রের ব্যাংকে জমা রয়েছে ১৬ লাখ ৭২ হাজার ২৪৫ টাকা। এছাড়াও মদন মিত্রের জীবন বীমা পলিসি রয়েছে সাড়ে সাত লাখের। রয়েছে নিজের নামে দুটি বাড়ি। তবে নেই কোনও গাড়ি। আর গাড়ি না থাকলেও বাড়ি দুটির বাজারমূল্য ১২ লাখ ৮ হাজার টাকা। স্থাবর-অস্থাবর মিলিয়ে মদন মিত্রের মোট সম্পত্তির পরিমান ১ কোটি ৩৩ লাখ ৯৯ হাজার ৮৬৭ টাকা।

An Images

অন্যদিকে বিভিন্ন অনুষ্ঠানে মদন মিত্রকে সোনা পরে দেখা গেলে, সবার মনে কৌতূহল জাগে, কত সোনা আছে মদন মিত্রের আছে। বলে রাখি, যা ভাবা, তার থেকে নেহাতই কম , ৭২ গ্রাম সোনা রয়েছে এই তৃণমূল প্রার্থীর কাছে। যার বাজার মূল্য ২ লক্ষ ৯৫ হাজার ৫০০ টাকা। তবে তার স্ত্রীর কাছে সোনা রয়েছে ২৪৪ গ্রাম। যার বাজারমূল্য ৯ লক্ষ ৯১ হাজার ৬০০ টাকা।

প্রসঙ্গত, একুশের হাইভোল্টেজ নির্বাচনে (WB Assembly Election 2021) মদন মিত্রের কাঁধে কামারহাটি কেন্দ্রের জয় এনে দেওয়ার দ্বায়িত্ব দিয়েছে ঘাসফুল শিবির  (TMC)। সেই মত স্বভাবসিদ্ধ মদন দা, বিরোধী প্রতিপক্ষকে পাত্তা না দিয়ে প্রাশয়ই ফেসবুক লাইভ এসে তিনি জিতছেন বলে দাবি করে আসছেন।

সম্পর্কিত খবর

X