দুপুরে ধর্না দেওয়ার পরই রাতে সভা মমতার, রাত ৮ টার পর জোড়া সভা বারাসাত- বিধাননগরে

বাংলাহান্ট ডেস্কঃ কমিশনের সিদ্ধান্তের প্রতিবাদে সরব হয়ে দুপুরে ধর্না দিয়ে রাতেই সভা করবেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি (mamata banerjee)। তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জির জন্য ২৪ ঘণ্টা ভোট প্রচারে নিষেধাজ্ঞা টানার পর বেজায় ক্ষিপ্ত তৃণমূল বাহিনী। এই ঘটনার প্রতিবাদ করেই মঙ্গলবার দুপুর ১২ টায় গাঁধী মূর্তির পাদদেশে ধর্নায় বসছেন বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

শুধুমাত্র গাঁধী মূর্তির পাদদেশে ধর্নায় বসা নয়, মঙ্গলবার রাত ৮ টায় মুখ্যমন্ত্রীর উপর জারি হওয়া নিষেধাজ্ঞার সময়সীমা শেষ হতেই, নির্বাচনী প্রচার সভায় অংশ নেবেন বলেও জানিয়েছেন মমতা ব্যানার্জি। পঞ্চম দফা ভোটের ৭২ ঘণ্টা আগেই শেষ করতে হবে ভোটপ্রচার- নির্বাচন কমিশনের এই নির্দেশ মান্য করতে, তাই রাতটুকু কাজে লাগাতে চাইছেন তৃণমূল সুপ্রিমো।

নির্বাচন কমিশনের এই নিষেধাজ্ঞার বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে গতকাল রাতেই এক ট্যুইট করে মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন, ‘ভারতের নির্বাচন কমিশন অগণতান্ত্রিক ও সংবিধান বিরোধী সিদ্ধান্ত নিয়েছে। এই ঘটনার প্রতিনাদ জানাতে আগামীকাল গাঁধী মূর্তির পাদদেশে ধর্নায় বসছি দুপুর ১২ টা থেকে’।

সেইমত আজকে দুপুর ১২ টায় গাঁধী মূর্তির পাদদেশে ধর্নায় বসবেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। সেইসঙ্গে তাঁর উপর জারি হওয়া নিষেধাজ্ঞার সময়সীমা শেষ হতেই রাতেই সভা করবেন তৃণমূল সুপ্রিমো- এমনটা জানা গিয়েছে। রাত ৮ টায় বারাসাতে এবং তারপর রাত ৯ টায় সল্টলেকের বিএফ ব্লকে সভা করবেন মমতা ব্যানার্জি।

1616518962 24nblmamata 5col 1

প্রসঙ্গত, নির্বাচনী জনসভার মঞ্চ থেকে ধর্মের ভিত্তিতে ভোট ভাগাভাগি, সুষ্ঠ ভাবে নির্বাচন করানোর দায়িত্বে থাকা কেন্দ্রীয় বাহিনীকে ঘেরাও করার প্ররোচনা দেওয়া, হিংসায় উস্কানি দেওয়া এবং ভোটারদের বিভ্রান্ত করার অভিযোগে আগেই মুখ্যমন্ত্রীকে শোকজ করা হয়েছিল। কিন্তু তাঁর উত্তর সন্তোষজনক নয়নি কমিশনের কাছে। সেই কারণেই মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বিরুদ্ধে এই কঠোর সিদ্ধান্ত নিয়েছে কমিশন।

Avatar
Smita Hari

সম্পর্কিত খবর