ভোট মিটতেই ED-র তলব পার্থকে, ডাক পড়ল আরও এক জনপ্রিয় তৃণমূল নেতার

বাংলাহান্ট ডেস্কঃ শিক্ষামন্ত্রী তথা তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়কে (Partha Chatterjee) CBI-র তলবের পর হাজিরার নোটিশ পাঠাল এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট (ED)। CBI-র পর আইকোর চিটফান্ড মামলায় এবার ED-র নোটিশ পেলেন পার্থ চট্টোপাধ্যায়। সঙ্গে তলব করা হল বাপ্পাদিত্য দাশগুপ্তকেও।

চিটফান্ড সংস্থা আইকোরের বিভিন্ন অনুষ্ঠানে, এমনকি এজেন্টদের বৈঠকেও পার্থ চট্টোপাধ্যায়কে দেখা গিয়েছিল বলে অভিযোগ তদন্তকারী বিভাগের। সেখানে উপস্থিত হয়ে সাধারণ মানুষকে অর্থ বিনিয়োগে উৎসাহিতও করেছিলেন পার্থ চট্টোপাধ্যায়- এমনটাও অভিযোগ করেছে তদন্তকারীরা। সেই সূত্র ধরেই প্রথমে CBI এবং পরে ED নোটিশ পাঠানো হল পার্থ চট্টোপাধ্যায়কে।

partha chatterjee 1200

নির্বাচনের মুখেই নড়েচড়ে উঠেছিল চিটফান্ড কান্ডের তদন্ত। বিভিন্ন সময় বিভিন্ন চিটফান্ড কান্ডে তলব করা হয়েছিল সমাজের বেশ কিছু শীর্ষ স্থানীয় ব্যক্তিত্বদের। সেইমতই চিটফান্ড সংস্থা আইকোরের তদন্তের স্বার্থে CBI- তরফ থেকে গত ২৭ শে মার্চ নোটিশ পাঠিয়ে গত ৭ ই এপ্রিল হাজিরার নির্দেশ দেওয়া হয়েছিল পার্থ চট্টোপাধ্যায়কে।

নিজের কেন্দ্র অর্থাৎ বেহালা পশ্চিমে গত ১০ ই এপ্রিল ভোটপর্ব থাকার কারণে নির্বাচনে কাজে ব্যস্ত থাকার কারণ দেখিয়ে হাজিরা দেননি পার্থ চট্টোপাধ্যায়। এবার সেই একই বিষয়ে পার্থ চট্টোপাধ্যায়কে নোটিশ পাঠাল ED। তবে ইতিমধ্যেই আইকোরের মালিক অনুকুল মাইতিকে গ্রেফতার করেছিল CBI। তারপর জেলে থাকাকীল সময়েই তিনি মারা যান। এবার তলব করা হল শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে। একই সঙ্গে আইকোর কান্ডে ED-র পক্ষ থেকে তলব করা হল কলকাতা পুরসভায় বিদায়ী কাউন্সিলর বাপ্পাদিত্য দাশগুপ্তকেও। ভোটের মাঝেই সরগরম রাজ্য রাজনীতি।


Smita Hari

সম্পর্কিত খবর