পবিত্র রমজান মাসে এমন অশ্লীলতা! সুইমস‍্যুট পরে ভিডিও করায় মৌলবাদীদের নিশানায় হিনা খান

Last Updated:

বাংলাহান্ট ডেস্ক: টেলিভিশনের পর্দা থেকে বেরিয়ে সম্প্রতি বলিউডে পা রেখেছেন হিনা খান (Hina khan)। এমনিতেই সোশ‍্যাল মিডিয়াতে বেশ সক্রিয় থাকেন হিনা। মাঝে মাঝেই অনুরাগীদের জন‍্য নানা ভিডিও শেয়ার করেন তিনি। টেলিভিশন দুনিয়ার অন‍্যতম জনপ্রিয় অভিনেত্রী হওয়ার পাশাপাশি বিগ বসের প্রতিযোগী হওয়ার সুবাদেও পরিচিতি পেয়েছেন হিনা।

তবে জনপ্রিয়তার সঙ্গে সঙ্গে তার উলটো দিকটাও মাঝে মধ‍্যেই দেখতে হয় হিনাকে। বিভিন্ন কারণে সোশ‍্যাল মিডিয়ায় ট্রোল হন তিনি। সম্প্রতি নিজের একটি ভিডিওর কারণে নেটিজেনদের একাংশের সমালোচনার মুখে পড়তে হয়েছে অভিনেত্রীকে। পবিত্র রমজান মাসে ‘বিতর্কিত’ ভিডিও শেয়ার করেই সমস‍্যার সম্মুখীন হয়েছেন হিনা।


কিন্তু কি এমন ভিডিও শেয়ার করেছেন হিনা যার জন‍্য এমন সমালোচনার মুখে পড়তে হয়েছে তাঁকে? আসলে রমজান মাস শুরু হওয়ার আগের দিন অর্থাৎ ১৩ এপ্রিল একটি রিল ভিডিও শেয়ার করেন নিজের ইনস্টা হ‍্যান্ডেলে। সুইমিং পুলের জলে চুটিয়ে জলকেলি করতে দেখা যায় তাঁকে। হিনার পরনে ছিল নীল সুইমস‍্যুট।

এই ভিডিওটিকে ঘিরেই যত গণ্ডগোল। হিনার এমন ভিডিও দেখে ভ্রূ কুঁচকেছেন কয়েকজন কট্টর মৌলবাদী। পবিত্র রমজান মাসে এমন ভিডিও কি করে পোস্ট করলেন হিনা? প্রশ্ন তুলেছেন তাঁরা। কয়েকজন লিখেছেন, রমজান আসলেই হিনার এই ‘নাটক’ শুরু হয়ে যায়।

তবে শুধু যে সমালোচনাই পেয়েছেন হিনা এমনটা কিন্তু নয়। অনেকেই তাঁর প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন। এমন প্রাণখোলা মেজাজে হিনাকে দেখে মুগ্ধ তাঁর অনুরাগীরা। ইতিমধ‍্যেই ভিডিওতে লাইকের সংখ‍্যা ছাড়িয়ে গিয়েছে ২ লক্ষ।

সম্পর্কিত খবর

X