পশ্চিমবঙ্গে বেলাগাম হচ্ছে করোনা! গত ২৪ ঘণ্টায় রেকর্ড সংক্রমন

বাংলা হান্ট ডেস্কঃ দেশে ফের হুহু করে বাড়ছে করোনা। দিল্লী, মহারাষ্ট্র সমেত দেশের প্রায় প্রতিটি রাজ্যেই করোনার পরিস্থিতি ভয়াবহ হয়ে উঠছে। আরেকদিকে, চলা বিধানসভার নির্বাচনের মধ্যে করোনা ভ্রূকুটি মানুষকে আতঙ্কের মধ্যে ফেলে দিচ্ছে। শুক্রবার ২৪ ঘণ্টায় রাজ্যে প্রায় ৭ হাজার নতুন করে করোনা আক্রান্ত রোগীর হদিশ পাওয়া গেল।

শুক্রবার রাজ্যে ৬ হাজার ৯১০ জন করোনায় আক্রান্ত হয়েছেন। রাজধানী কলকাতায় ১ হাজার ৮৪৪ জন করোনায় আক্রান্ত হয়েছে। উত্তর ২৪ পরগনায় ১ হাজার ৫১৯, হাওড়ায় ৪২০ দক্ষিণ ২৪ পরগনায় ৪০২ নতুন করে আক্রান্ত হয়েছে। রাজ্যে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৬ লক্ষ ৪৩ হাজার ৭৯৫। রাজ্যে করোনা আক্রান্ত সক্রিয় রোগীর সংখ্যা বেড়ে দাঁড়াল ৪১ হাজার ৪৭।

corona india 8

গত ২৪ ঘণ্টায় রাজ্যে মোট ২৬ জন করোনায় আক্রান্ত হয়ে মারা গিয়েছেন। রাজ্যে মোট মৃতের সংখ্যা ১০ হাজার ৫০৬। আরেকদিকে, রাজ্যে করোনার বাড়বাড়ন্তের কারণে নির্বাচনী প্রচারে রাশ টানল কমিশন। সন্ধে ৭টা থেকে সকাল ১০টা পর্যন্ত কোনও সমাবেশ করা যাবে না বলে জানিয়ে দিয়েছে কমিশন।

Avatar
Koushik Dutta

সম্পর্কিত খবর