বাংলা হান্ট ডেস্কঃ করোনার দ্বিতীয় ঢেউয়ের কারণে ভারতের অবস্থা বিকট হতে চলেছে। মহারাষ্ট্রে এই মহামারীর সবথেকে বেশি প্রভাব দেখা দিয়েছে। রাজ্যের ওসমানাবাদ জেলা থেকে এমন ঘটনা সামনে এসেছে, যা শুনে সবাই আতঙ্কের মধ্যে পড়ে গিয়েছেন।
প্রাপ্ত তথ্য অনুযায়ী, ওসমানাবাদ জেলায় ২৩ জনের দেহ একসঙ্গে জ্বালানো হয়েছে। তাঁরা সবাই করোনায় প্রাণ হারিয়েছিল। নিজের কাছের মানুষকে শেষ বিদায় জানানোর জন্য পরিজনেরা শ্মশানে গিয়ে ভিড় জমান। একসঙ্গে এতজনের চিতা জ্বলতে দেখে সবার চোখ দিয়েই জল বেরিয়ে আসে।
মহারাষ্ট্রের ওসমাবাদ জেলার অবস্থা ভয়াবহ। করোনায় আক্রান্ত রোগীদের চিতা জ্বালানোর জন্য শ্মশানে জায়গা মিলছে না। শ্মাশানে পৌঁছান দেহ গুলোকে বাধ্য হয়ে মাটিতেই রাখতে হচ্ছে। এর আগে ১৪ এপ্রিল ১৯টি মৃতদেহকে একসঙ্গে দাহ করা হয়েছিল। জেলায় করোনার কারণে এখনও পর্যন্ত ৬৯১ জনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় ৫৮০ জন নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন আর ২৩ জনের মৃত্যু হয়েছে। গোটা জেলায় এখনও পর্যন্ত ২৮ হাজার ৯৭৮ জন করোনায় আক্রান্ত হয়েছেন।