বাংলা হান্ট ডেস্কঃ উত্তর প্রদেশের নয়ডা সেক্টর নম্বর ৯ থেকে ২ মাস আগে নিখোঁজ হওয়া মুসলিম মহিলা মঙ্গলবার নয়ডার সেক্টর ২০-র থানায় পৌঁছান। জিজ্ঞাসাবাদে মহিলা জানান, সে নিজের ইচ্ছেয় হিন্দু ধর্ম আপন করে নিয়ে তাঁর প্রেমিককে বিয়ে করেছে। আর এখন সে তাঁর স্বামীর সঙ্গেই থাকতে চায়। মহিলা জানান, সে আর বাড়ি ফিরে যেতে চায় না।
উল্লেখ্য, মহিলা নিখোঁজ হওয়ার পর তাঁর পরিবার অভিযোগ করে বলেছিল যে, তাঁকে অপহরণ করে বিয়ে করার জন্য জোর করা হচ্ছে। প্রাপ্ত তথ্য অনুযায়ী, ২২ ফেব্রুয়ারি ওই মহিলা বাড়ি থেকে পালিয়ে গিয়েছিলেন। এরপর মহিলার পরিবারের সদস্যরা তাঁকে অনেক খোঁজার চেষ্টা করেছেন, কিন্তু যখন তাঁরা জানতে পারলেন যে, তাঁদের মেয়ে একজন হিন্দু ছেলের সঙ্গে পালিয়ে গেছে, তখন তাঁরা থানায় গিয়ে মামলা দায়ের করে। পুলিশ জানায়, ওই মহিলা তাঁর স্বামীর সঙ্গে দীর্ঘদিন ধরে প্রয়াগরাজে ছিলেন।
Missing Muslim woman converts to marry boyfriend https://t.co/6O7okZZYlz
— TOI Cities (@TOICitiesNews) April 15, 2021
এই বিষয়ে নয়ডা সেক্টর ২০-র SHO মনিষ চৌহান বলেন, মহিলা পুলিশ আর আদালতে জানিয়েছেন যে, তিনি তাঁর স্বামীর সঙ্গেই থাকতে চান। মহিলা স্পষ্ট করে বলে দিয়েছেন যে, তিনি আর তাঁর পরিবারে ফেরত যেতে চান না, তিনি স্বামীর সঙ্গেই বাকি জীবন সংসার করতে চান।