বাংলাহান্ট ডেস্কঃ ইজরায়েলে (israel) পাওয়া গেল প্রায় সাড়ে তিন হাজার বছরের পুরনো অক্ষরমালা (inscription)। উন্মুক্ত হল ইতিহাসের এক নতুন দরজা। খননকার্যের সময় তেল লাচিস শহরে এই লিপি উদ্ধার করা হয়েছে। যার ফলে উচ্ছ্বসিত প্রত্নতাত্ত্বিক থেকে শুরু করে ভাষাতত্ত্ববিদেরাও।
ধারণা করা হচ্ছে, ব্রোঞ্জ যুগের এবং তা খ্রিস্টজন্মের আগে আঠেরোশো শতকে সিনাই শহরে এই অক্ষরমালা তৈরি হয়েছিল। আঁকাবাঁকা কালো কালি দিয়ে লেখা রয়েছে এই ভাঙা শিলালিপির ভেতরটায়। সেইসঙ্গে কৌণিক ভঙ্গিমায় কালো কালিতে লেখা রয়েছে বাইরের অংশটা। বিশেষজ্ঞদের ধারণা মূলত প্রাচ্যের সময়কার এই অক্ষরমালা।
পৃথিবীর ইতিহাসের প্রাচীনতম লিপিগুলির মধ্যে এই লিপি অন্যতম বলে মনে করেন অস্ট্রিয়ার ‘অ্যাকাডেমি অফ সায়েন্সে’র ড. ফেলিক্স হফমায়ার। জানা গিয়েছে, সাদার্ন লেভান্তের ব্যবহৃত অক্ষরসমূহের সঙ্গেও যোগাযোগ রয়েছে এই লিপির। কিন্তু সিনাই শহরে থেকে এই অক্ষর কিভাবে লেভান্তে পৌঁছাল, তা জানার চেষ্টা করছেন প্রত্নতাত্ত্বিকরা। আবার, মিশরের হায়ারোগ্লিফিক্সের সঙ্গে এই লিপির মিল পেয়েছেন হফমায়ার।