মুম্বাই-হায়দ্রাবাদ ম্যাচে হল একাধিক রেকর্ড, পোলার্ডের ব্যাটে হল রেকর্ডের বৃষ্টি

বাংলা হান্ট ডেস্কঃ শনিবার আইপিএলের নবম ম্যাচে মুখোমুখি হয়েছিল মুম্বাই ইন্ডিয়ান্স ও সানরাইজার্স হায়দ্রাবাদ। এই ম্যাচে প্রথমে ব্যাটিং করে 150 রান তোলে মুম্বাই ইন্ডিয়ান্স। জবাবে ব্যাট করতে নেমে 137 রানেই শেষ হয়ে যায় হায়দ্রাবাদের ইনিংস। 13 রানে ম্যাচ জিতে নেয় মুম্বাই ইন্ডিয়ান্স। আর এই ম্যাচেই ঘটে গেল বেশ কিছু আকর্ষণীয় রেকর্ড।

1) গতকাল ম্যাচে কায়রন পোলার্ড তার ইনিংসে তিনটি ছক্কা মারেন। আর এই তিনটি ছক্কা মারার সঙ্গে সঙ্গে কায়রন পোলার্ড ঢুকে পড়লেন আইপিএলে 200 ছক্কা মারার ক্লাবে। আইপিএলের ষষ্ঠ ক্রিকেটার হিসেবে 200 টি ছক্কা মারার রেকর্ড গড়লেন পোলার্ড। কায়রন পোলার্ডের আগে আইপিএলে 200 টি ছক্কা মেরেছেন ক্রিস গেইল, এবি ডিভিলিয়ার্স, বিরাট কোহলি, রোহিত শর্মা, এমএস ধোনি।

2) আইপিএলের ইতিহাসে 200 টি ছক্কা মারা তৃতীয় বিদেশি ক্রিকেটার হলেন কায়রন পোলার্ড। পোলার্ডের আগে আইপিএলে 200 টি ছক্কা মারা বিদেশিদের তালিকায় অন্তর্ভুক্ত ঘটেছে ক্রিস গেইল এবং ডিভিলিয়ার্সের নাম।

3) চেন্নাইয়ের এম এ চিদাম্বরম ক্রিকেট স্টেডিয়ামে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে এটি মুম্বাইয়ের প্রথম জয়।

n2719463140107ba939333725ccbc214e66c833d40add5780d5186a2020f650081efae56b8

4) এই ম্যাচে দুর্দান্ত ভঙ্গিমায় ব্যাটিং করতে থাকা জনি বেয়ারস্টো হিট উইকেটে আউট হয়েছেন। আইপিএলের তেরো তম ক্রিকেটার হিসেবে বেয়ারস্টো হিট উইকেটে আউট হলেন।

5) ভারতীয়দের মধ্যে আইপিএলে সর্বোচ্চ ছক্কার নিরিখে মহেন্দ্র সিং ধোনি কে টপকে গেলেন রোহিত শর্মা। বর্তমান রোহিতের ছক্কার সংখ্যা 217 টি এবং ধোনির ছক্কার সংখ্যা 216 টি, তালিকায় তৃতীয় স্থানে রয়েছেন বিরাট কোহলি তার ছক্কার সংখ্যা 201 টি।

6) গতকাল ম্যাচে 105 মিটার ছক্কা মেরে আইপিএল 2021 এর সবথেকে লম্বা ছক্কাটি মেরে ফেললেন কায়রন পোলার্ড।

Avatar
Udayan Biswas

সম্পর্কিত খবর