বাংলা হান্ট ডেস্ক: লক্ষ্য যাই হোক না কেন, আন্দ্রে রাসেলের মতো ব্যাটসম্যান দলে থাকা মানে নিশ্চিন্ত থাকা। এহেন রাসেলই রবিবার ডোবালেন শাহরুখ খানের কলকাতা নাইট রাইডার্সকে। শেষ ১২ বলে ৪৪ রান দরকার ছিল কেকেআরের। এমন অবস্থায় স্ট্রাইক রোটেট করতে বা বাউন্ডারি হাঁকাতে পারলেন না তিনি। যে কারণে ক্যারিবিয়ান মাসলসম্যানের ফিটনেস নিয়ে প্রশ্ন উঠে গিয়েছে।
ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক মাইকেল ভনের ঠোঁটকাটা হিসেবে বেশ কুখ্যাতি রয়েছে। ভন কোন রাখঢাক না রেখে সরাসরি কেকেআর অধিনায়ক ইয়ন মরগানের উদ্দেশ্যে বললেন, ‘আন্দ্রে রাসেল ম্যাচ উইনার এটা নিয়ে কোনও সন্দেহ নেই। নিজের দিনেও যেকোনো ম্যাচ বের করে দিতে পারে। কিন্তু ফিটনেস নিয়ে কোনো আপস করা চলে না। আমার তো মনে হয় পুরোপুরি ফিট নয়। দুরান নেওয়ার সময় রাসেল চাপে ছিল। বল করার সময় দেখে মনে হল খোঁড়াচ্ছে।’
কেকেআরের মানসিকতা নিয়েও প্রশ্ন তুলেছেন ভন। তিনি জানান, আধুনিক ক্রিকেটে মাঠে সবসময় ৯-১০ জন ফিট ক্রিকেটার দরকার। কিন্তু কেকেআর-কে দেখলে সেই জিনিস দেখতে পাচ্ছি না। রাসেলকে বাইরে রাখা যাবে না। কিন্তু ওকে দেখলে ফিটনেসের অভাব পরিষ্কার বোঝা যাচ্ছে।
আইপিএলের সুপার সানডেতে মাঠে নেমেছিল আরসিবি ও কেকেআর। দুরন্ত ছন্দে থাকা বিরাট কোহলি শিবির জয়ের হ্যাটট্রিক করে। ৩৮ রানে ম্যাচ জিতে নেয় আরসিবি। টসে জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন অধিনায়ক বিরাট। প্রথমে ব্যাট করে ৪ উইকেট হারিয়ে তোলে ২০৪ রান তার দল। আরসিবির হয়ে সর্বোচ্চ রান করেন গ্লেন ম্যাক্সওয়েল (৭৮)। এবি ডেভিলিয়ার্স করেন ৭৬। কেকেআরকে বিরাটের আরসিবি ২০৫ রানের টার্গেট দেয়। কেকেআরের হয়ে দুটি উইকেট নেন বরুণ চক্রবর্তী। একটি করে উইকেট নেন প্রসিধ কৃষ্ণা এবং প্যাট কামিন্স। নির্ধারিত ২০ ওভারে ২০৫ রানের টার্গেট তাড়া করতে নেমে, ৮ উইকেট হারিয়ে ১৬৬ রানে আটকে যান মরগানরা।