বাংলা হান্ট ডেস্কঃ দেশজুড়ে লাগাম ছাড়া হারে বাড়ছে করোনার প্রকোপ। সবথেকে বেশি প্রভাবিত মহারাষ্ট্র। রাজ্যের স্বাস্থ্য দফতর দ্বারা প্রকাশিত পরিসংখ্যান অনুযায়ী, মহারাষ্ট্রে প্রতি তিন মিনিটে ১ জনের মৃত্যু হচ্ছে। আর প্রতি ঘণ্টায় আক্রান্ত হচ্ছেন ২ হাজার ৮৫৯ জন। মিনিট হিসেবে ধরলে, প্রতিটি মিনিটে আক্রান্ত ৪৮ জন। এমন পরিস্থিতি বিশেষকরা আতঙ্কিত হওয়ার বদলে সাবধানে থাকার পরামর্শ জারি করছে।
দেশজুড়ে নতুন করে যেই করোনার দ্বিতীয় ঢেউ শুরু হয়েছে, সেই ঢেউয়ে সবথেকে বেশি প্রভাবিত হয়েছে বাণিজ্য নগরী মুম্বাই এবং গোটা মহারাষ্ট্র রাজ্য। গোটা মহারাষ্ট্রে হুহু করে বেড়ে চলেছে করোনার প্রকোপ। আর এই পরিসংখ্যান এখন রীতিমত উদ্বেগ বাড়াচ্ছে সরকার এবং প্রশাসনের।
বিগত ২৪ ঘণ্টায় দৈনিক আক্রান্তের সংখ্যা সর্বকালীন রেকর্ড ভেঙে দিয়েছে মহারাষ্ট্রে। গত ২৪ ঘণ্টায় উদ্ধবের রাজ্যে ৬৮ হাজার ৬৩১ জন। মহারাষ্ট্রে মোট সংক্রমণ বেড়ে দাঁড়িয়েছে ৩৮ লক্ষ ৩৯ হাজার ৩৩৮। ২৪ ঘণ্টায় ৫০৩ জন করোনা রোগী প্রাণ হারিয়েছে মহারাষ্ট্রে। মহারাষ্ট্রে এখনও পর্যন্ত ৬০ হাজার ৪৭৩ রোগী করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন।
পরিসংখ্যান অনুযায়ী, বিগত ২৪ ঘণ্টায় বাণিজ্য নগরী মুম্বাইতে নতুন করে ৮ হাজার ৪৬৮ জন আক্রান্ত হয়েছে। গত ২৪ ঘণ্টায় মুম্বাই শহরে ৫৩ জনের প্রাণ গিয়েছে এই মারক ভাইরাসে। শুধু মুম্বাইতেই ১২ হাজার ৩৫৪ জনের প্রাণ কেড়ে নিয়েছে এই মারক ভাইরাস।