মহারাষ্ট্রের হাসপাতালে অক্সিজেন ট্যাঙ্কার লিক হয়ে মৃত্যু ২২ করোনা রোগীর, দেখুন ভিডিও

বাংলাহান্ট ডেস্কঃ মহারাষ্ট্রের (Maharastra) নাসিকের একটি হাসপাতালে ট্যাঙ্কার ভর্তি (Tanker Leak) করার সময় লিক হয়ে যায় একটি অক্সিজেন ট্যাঙ্কার। প্রায় ৩০ মিনিটের জন্য ওই হাসপাতালে বন্ধ হয়ে যায় অক্সিজেন সরবরাহ।

ইতিমধ্যেই এই অক্সিজেন ট্যাঙ্কার লিক (Oxygen Tanker) হওয়ার ফলে নগরীর ওই জাকির হোসেন হাসপাতালে ২২ জন করোনা রোগীর (Corona Patient Die) মৃত্যু হয়েছে। বাড়ছে মৃতের সংখ্যা।

ঘটনা স্থলে উপস্থিত রয়েছেন আধিকারিকরা। ওই হাসপাতালের অক্সিজেন প্রয়োজন এমন প্রায় ৮০ জন রোগীর মধ্যে ৩১ জন রোগীকে ইতিমধ্যেই অন্য হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।

“এটি একটি দুর্ভাগ্যজনক ঘটনা। প্রাথমিক তথ্য অনুসারে, আমরা জেনেছি যে ১১ জন মারা গিয়েছেন। আমরা একটি বিশদ রিপোর্ট পেতে চেষ্টা করছি। ইতিমধ্যেই তদন্তেরও আদেশ দিয়েছি। যারা এই ঘটনার জন্য দায়বদ্ধ তাদের ছাড়া হবে না, ” এফডিএ মন্ত্রী ডঃ রাজেন্দ্র শিংগান বলেছেন।

দেখুন ভিডিও—-


সম্পর্কিত খবর