বাংলা হান্ট ডেস্কঃ আইপিএল হল বিশ্বের সবচেয়ে বড় টি-টোয়েন্টি টুর্নামেন্ট অপরদিকে এই আইপিএলকে বলা হয় বিশ্বের সবচেয়ে ধোনি টি-টোয়েন্টি টুর্নামেন্ট। কারণ এই আইপিএলেই কোটি কোটি টাকা খরচ হয়। আইপিএল জেতার জন্য প্রত্যেকটি ফ্র্যাঞ্চাইজিই নিলামের হাত খুলে খরচা করে। দামের কথা চিন্তা না করে তারা নিজেদের দলে তুলে নেয় বিশ্বের তাবড় তাবড় ক্রিকেটারদের। এবার নিলামে তেমনটাই হয়েছে। এবার নিলামে হাত খুলে খরচা করার দিক থেকে সবার ওপরে ছিল বিরাট কোহলির রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু। আসুন এক নজরে দেখে নেওয়া যাক নিলামে বিরাট পরিমাণ অর্থ পাওয়ার সত্ত্বেও যারা এখনো পর্যন্ত আইপিএলে জ্বলে উঠতে পারেনি:
১) কাইল জেমিসন:
নিলামে কাইল জামিসনকে 15 কোটি টাকার বিনিময় দলে নিয়েছিল রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। এত টাকা দিয়ে দলে ঢুকলেও এখনো পর্যন্ত আইপিএলে সেই ভাবে কিছুই করে উঠতে পারেননি কাইল জেমিসন। শুধুমাত্র কেকেআরের বিরুদ্ধে একটি ম্যাচেই তিনি তিনটি উইকেট নিয়েছেন তবে সেই ম্যাচে মারও খেয়েছেন। এছাড়া এখনো পর্যন্ত আইপিএলে তার মোট রান 27।
২) ঝাই রিচার্ডসন:
নিলামে 14 কোটি টাকার বিনিময় ঝাই রিচার্ডসনকে দলে নিয়েছিল কিংস ইলেভেন পাঞ্জাব। জোর গতিতে বোলিং করার জন্য তিনি বিখ্যাত কিন্তু আইপিএলে তিনটি ম্যাচ হয়ে গেল এখনও পর্যন্ত তিনি কিছুই করে উঠতে পারেন নি। তিন ম্যাচে মাত্র তিনটি উইকেট নিয়েছেন তিনি দিয়েছেন ঝুড়ি ঝুড়ি রান। তার ওপর ভরসা করে এবার পাঞ্জাব দল সাজিয়েছিল কিন্তু পাঞ্জাবকে পুরোপুরিভাবে ডুবিয়ে দিল ঝাই রিচার্ডসন।
3) কৃষ্ণাপ্পা গৌতম:
9.25 কোটি টাকার বিনিময়ে এই অখ্যাত ভারতীয় ক্রিকেটার কে দলে নিয়েছিল চেন্নাই সুপার কিংস। জাতীয় দলের হয়ে না খেলেও নিলাম এত কোটি টাকায় বিক্রি হয়ে তিনি আগের সব রেকর্ড ভেঙে দিয়েছিলেন। তবে এত বিরাট পরিমাণ অর্থ দিয়ে দলে নিলেও কৃষ্ণাপ্পা গৌতম কে এখনো পর্যন্ত একটি ম্যাচ খেলায় নি চেন্নাই সুপার কিংস। ডাগআউটে বসেই তাকে কাটাতে হচ্ছে।
৪) রিলি মেরিডিথ:
8 কোটি টাকার বিনিময় পাঞ্জাব দলে নিয়েছিল রিলি মেরিডিথকে। মহম্মদ সামির সঙ্গে জুটি বেঁধে বোলিংয়ে আগুন ঝরানোর কথা ছিল তার কিন্তু তিন ম্যাচে মাত্র দুটি উইকেট নিয়েছেন তিনি। দিয়েছেন ওভার প্রতি গড়ে 10 রানের বেশি।