বাংলাহান্ট ডেস্ক: সোনু সূদ (sonu sood), লকডাউনে এই নামটার সঙ্গে যেন নতুন করে পরিচিত হয়েছিল দেশবাসী। এমন নয় যে সোনুকে আগে কেউ চিনতেন না। অভিনেতা হিসাবে অত্যন্ত জনপ্রিয় না হলেও তাঁর পরিচিতির সঙ্গে ওয়াকিবহাল ছিলেন সকলেই। কিন্তু মহামারির সময় যেন সোনুর এক অন্য রূপের সঙ্গে পরিচিত হল মানুষ।
করোনা পরিস্থিতিতে লক্ষ লক্ষ পরিযায়ী শ্রমিককে কিভাবে নিজেদের রাজ্যে ফিরিয়ে আনা যায় তা নিয়ে যখন তাবড় রাজনীতিবিদদের কপালে চিন্তার ভাঁজ, সেই সময়েই ত্রাতা হিসাবে এগিয়ে আসেন সোনু। তথাকথিত প্রথম সারির তারকা না হয়েও সম্পূর্ণ নিজের উদ্যমে লক্ষ লক্ষ মানুষকে নিজের বাড়ি পৌঁছে দিয়েছেন সোনু।
সেই শুরু, তারপর থেকে আর পিছনে ফিরে তাকাননি অভিনেতা। বাচ্চা থেকে বৃদ্ধ, কারোর অসুস্থতা, বিপদের কথা শুনলেই ছুটে যাচ্ছেন নিজে বা পাঠাচ্ছেন সাহায্য। আক্ষরিক অর্থেই ‘গরিবের ভগবান’ হয়ে উঠেছেন সোনু সূদ।
করোনা আক্রান্ত হয়েও মাথা থেকে মানুষের চিন্তা যায়নি তাঁর। বাড়িতে আইসোলেশনে থেকেও বহু মানুষের জন্য সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন অভিনেতা। এবার দেশের মানুষের উদ্দেশে একটি বার্তা দিয়েছেন সোনু।
নিজের টুইটার হ্যান্ডেলে অভিনেতা লিখেছেন, ‘১৫ আগস্ট যারা দেশভক্তি দেখায় তাদের জন্য বার্তা: দেশের জন্য কিছু করার ও দেশভক্তি দেখানোর এর থেকে দরকারি সময় আর আসবে না।’ স্পষ্ট বোঝা যাচ্ছে করোনার দ্বিতীয় ঢেউ যখন আছড়ে পড়েছে দেশের এই জরুরি সময়ে দেশবাসীকে একে অপরের সাহায্যে এগিয়ে আসার আবেদন জানিয়েছেন সোনু।
Oxygen, Remdesivir and Beds.
Morning to mid night to next morning.
Just these 3 words.
Sometimes I pass n sometimes I fail.
But I will keep trying.
God bless you all.
Iam with you ,🙏— sonu sood (@SonuSood) April 22, 2021
এর আগে অভিনেতার একটি টুইটে কপালে চিন্তার ভাঁজ পড়েছিল সকলের। করোনা আক্রান্ত হয়ে আইসোলেশনে ছিলেন সোনু। কিন্তু সাহায্য করা বন্ধ করেননি তিনি। অভিনেতা একটি টুইটে লিখেছিলেন, হাসপাতালে ৫৭০ টি বেড প্রয়োজন ছিল। কিন্তু তিনি জোগাড় করতে পেরেছিলেন ১১২টি।
15 अगस्त को देशभक्ति दिखाने वालों के लिए संदेश ;
देश के लिए कुछ करने और देशभक्ति दिखाने का इससे ज़रूरी समय कभी नहीं आएगा 🇮🇳🙏
— sonu sood (@SonuSood) April 23, 2021
অপরদিকে ১৪৭৭ রেমডেসিভিরের জায়গায় ভাত্র ১৮টির জোগান দিতে পেরেছিলেন সোনু। তবে তারপরেই একটি টুইটে অভিনেতা লেখেন, তিনি কখনো জেতেন আবার কখনো হারেন। কিন্তু তিনি তাঁর সর্বস্ব দিয়ে চেষ্টা করছেন।