বাংলা হান্ট ডেস্কঃ দেশে ৪৬ হাজার ৭২০ মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন ৩৮টি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের কাছে বৃহস্পতিবার (২২ এপ্রিল) থেকে সাতদিনেরও কম সময়ের কয়লা ভাণ্ডার অবশিষ্ট আছে। এই রিপোর্ট কেন্দ্রীয় বিদ্যুৎ কর্তৃপক্ষের দৈনিক কয়লা মজুতের তথ্য থেকে উঠে এসেছে।
কেন্দ্রীয় বিদ্যুৎ কর্তৃপক্ষের ২২ এপ্রিল ২০২১ এর রিপোর্ট অনুযায়ী, দেশে ১ লক্ষ ৬৬ হাজার ৪০৬ মেগাওয়াট ক্ষমতার ১৩৫ বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের কয়লা ভাণ্ডারের পরিস্থিতি স্থিতিশীল। উল্লেখ্য, কোনও বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের কাছে যদি সাতদিনেরও কম কয়লা থাকে, তাহলে সেটিকে গম্ভীর পরিস্থিতি বলে ধরা হয়। আর তিনদিনের থেকে কম কয়লা ভাণ্ডার থাকা বিদ্যুৎ কেন্দ্র গুলোকে অতি গম্ভীর বলে ধরা হয়। কেন্দ্রীয় বিদ্যুৎ কর্তৃপক্ষ দৈনিক হিসেবে বিদ্যুৎ কেন্দ্রগুলোর কয়লা ভাণ্ডারের পরিস্থিতির উপর নজর রাখে।
বলে দিই, ৩১ মার্চ ২০২১ পর্যন্ত মোট স্থাপিত বিদ্যুৎ ক্ষমতা ২৭৭ গিগাওয়াটের ছিল। এর মধ্যে ২০০ গিগাওয়াট কয়লার উপর নির্ভরশীল, ৪৮ গিগাওয়াট জলবিদ্যুৎ আর ৯৩ মেগাওয়াট সৌরশক্তি সম্পন্ন। বিশেষজ্ঞদের মতে, সৌর অথবা জল বিদ্যুৎ কেন্দ্র গুলোর থেকে গরমের দিনে উৎপাদন বারবে, কিন্তু কয়লার উপর নির্ভরশীল বিদ্যুৎ কেন্দ্রগুলোর উপর সবথেকে বেশি চাপ থাকে, আর এটি গ্রিডের স্থিরতা এবং গরমের দিনে ব্যাপক চাহিদা পূরণ করার জন্য অনেক জরুরি। এক্ষেত্রে ৩৮টি কেন্দ্রে কয়লার ভাণ্ডার কম থাকায় গরমের দিনে চাহিদা বাড়ার কারণে বিদ্যুৎ বন্ধ হওয়ার আশঙ্কা দেখা দিতে পারে।