বাংলা হান্ট ডেস্কঃ সোমবার আমেদাবাদের নরেন্দ্র মোদী ক্রিকেট স্টেডিয়ামে আইপিএলের গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি হয়েছিল কলকাতা নাইট রাইডার্স এবং পাঞ্জাব কিংস। এই ম্যাচে টসে জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেয় কেকেআর অধিনায়ক ইয়ন মর্গ্যান। প্রথমে ব্যাটিং করে নির্ধারিত কুড়ি ওভার শেষে 123 রান তোলে পাঞ্জাব কিংস। জবাবে করতে নেমে 16.4 ওভারে হাতে পাঁচ উইকেট রেখেই জয়ের জন্য উপযুক্ত রান তুলে নেয় কলকাতা নাইট রাইডার্স।
আইপিএলে পরপর চার ম্যাচ হারার পর অবশেষে জয়ে ফিরল কলকাতা নাইট রাইডার্স। পরপর চারটি ম্যাচে হারার পর কলকাতা নাইট রাইডার্স দল নিয়ে ব্যাপক সমালোচনা হয়, বিশেষ করে সমালোচনার মুখোমুখি হতে হয় কেকেআর অধিনায়ক ইয়ন মর্গ্যানের অধিনায়কত্ব নিয়ে। মর্গ্যানের অধিনায়কত্ব নিয়ে প্রশ্ন তুলে অনেকেই দাবি করেছিলেন মর্গ্যান বিশ্বকাপ জয়ী অধিনায়ক হলেও আইপিএলে সেটা কাজে লাগবে না। এছাড়া ব্যাট হাতেও বারবার ব্যর্থ হচ্ছিলেন মর্গ্যান, তাই মর্গ্যানের ব্যাটিং নিয়েও বেশ সমালোচনা হয়েছিল।
https://twitter.com/KKRiders/status/1386755186840854528?s=20
তবে সোমবার পাঞ্জাব কিংসের বিরুদ্ধে সেই সমস্ত সমালোচনার কড়া জবাব দিলেন মর্গ্যান। অধিনায়ক হিসেবে দুর্দান্ত ম্যাচ পরিচালনার পাশাপাশি ব্যাট হাতেও রান পেলেন তিনি। এমনকি ম্যাচের সেরাও হয়েছেন মর্গ্যান। সোমবার ম্যাচে বোলারদের দারুণভাবে ব্যবহার করেছেন মর্গ্যান এবং মাত্র 123 রানের মধ্যে বেঁধে দিয়েছিলেন পাঞ্জাবকে। জবাবে ব্যাট করতে নেমে চারটি চার এবং দুটি ছ’য়ের সুবাদে 40 বলে 47 রানের ইনিংস খেলেন মর্গ্যান। ম্যাচের সেরাও হয়েছেন তিনি।