বাংলাহান্ট ডেস্কঃ ৫ রাজ্যের বিধানসভা নির্বাচনের ফলাফলের সঙ্গে উত্তরপ্রদেশের (uttar pradesh) পঞ্চায়েত নির্বাচনেরও ফলাফল প্রকাশিত হওয়ার কথা ছিল ২ রা মে। ভারতে বাড়তে থাকা করোনা সংক্রমণের কথা মাথায় রেখে ফলপ্রকাশ দুই-তিন সপ্তাহ পিছিয়ে দেওয়ার আর্জি জানানো মামলার রায় দিল সুপ্রিম কোর্ট (supreme court)।
ভারতে করোনার দ্বিতীয় ঢেউ মাথাচাড়া দিতেই ভোট মরশুমের মধ্যে হু হু করে বেড়ে গিয়েছে সংক্রমণের হার। এই পরিস্থিতিতে উত্তরপ্রদেশের পঞ্চায়েত নির্বাচন না করারই আবেদন জানিয়ে ইলাহাবাদ হাইকোর্টে আর্জি জানিয়েছিলেন শচীন যাদব।
নির্বাচনের মাঝে করোনা সংক্রমণের হার অনেকটাই বৃদ্ধি পাবে, চিকিৎসা ব্যবস্থার হাল বেহাল হয়ে পড়বে- এসব যুক্তি দেখালেও শচীন যাদবের সেই আর্জি খারিজ করে নির্বাচনের নির্দেশ দিয়েছিল ইলাহাবাদ হাইকোর্ট। পরবর্তীতে ইলাহাবাদ হাইকোর্টের এই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে মামালা দায়ের করেন তিনি। সেই মামালার রায় ঘোষণা করে শুক্রবার সুপ্রিম কোর্ট। বিচারে জানায়, ফলপ্রকাশ দুই-তিন সপ্তাহ পিছিয়ে দিলে মাথায় আকাশ ভেঙে পড়বে না।