বাংলাহান্ট ডেস্কঃ দক্ষিণী রাজ্য তামিলনাড়ুর ২৩৪ আসন সংখ্যা বিশিষ্ট বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণা হচ্ছে আজ। মসনদে বসতে প্রয়োজন ১১৮টি আসন। বুথ ফেরত সমীক্ষায় উঠে এসেছিল সেখানে পালাবদলের ইঙ্গিত। দেখানো হয়েছিল ১৫০-র বেশি আসন নিয়ে ক্ষমতায় আসতে চলেছে কংগ্রেস নেতৃত্বাধীন DMK।
আজ ভোটগণনার শুরু থেকেই লক্ষ্য করা গেল সেই ইঙ্গিতের আভাস। ভোটগণনার শুরুতেই দেখা দিয়েছিল ৫২টি সিটে এগিয়ে ছিল DMK – Congress জোট। অন্যদিকে AIADMK – BJP জোট এগিয়ে ছিল মাত্র ৩৩টি আসনে।
জানিয়ে দি, তামিলনাড়ুতে (Tamil Nadu) বিগত ১০ বছরধরে ক্ষমতায় AIADMK। কিন্তু ২০১৬ সালে নেত্রী জয়ললিতার মৃত্যুর পর ক্ষমতার লড়াইয়ে অন্তর্দ্বন্দে জর্জরিত হিয়ে যায় AIADMK। তবে পরে বিজেপির মধ্যস্থতায় প্রধান দুই নেতা পনিরসেলভাম এবং এডাপদ্দি পালানিস্বামী একসঙ্গে কাজ করতে শুরু করেন।
তদুপরি, প্রত্যাবর্তনের আভাসই সে রাজ্যে জ্বলজ্বল করছে! শেষ পাওয়া আপডেট অনুযায়ী সেখানে কংগ্রেস-ডিএমকে জোট ম্যাজিক ফিগার ছাড়িয়ে ১৩০টি অসনে এগিয়ে, AIADMK জোট ৬২টিতে এগিয়ে, এমএনএম ১টি আসনে এবং অন্যান্যরা এগিয়ে ২টি আসনে। প্রসঙ্গত, তামিলনাড়ুর কোলাতুর থেকে এগিয়ে DMK মুখমন্ত্রী পদপ্রার্থী এমকে স্ট্যালিন। পাশাপাশি কোয়েম্বাটুড় দক্ষিণ কেন্দ্র থেকে এগিয়ে সুপারস্টার কমল হাসান। নিজের দল MNM-র হয়ে লড়ছেন তিনি।