বাংলা হান্ট ডেস্কঃ এবার আইপিএলের শুরু থেকেই লাগাতার হারছে সানরাইজার্স হায়দ্রাবাদ। আর তাই হারের খরা কাটাতে মরশুমের মাঝ পথেই দলের অধিনায়ক পরিবর্তন করে হায়দ্রাবাদ টিম ম্যানেজমেন্ট। হায়দ্রাবাদের দীর্ঘদিনের সফল অধিনায়ক ডেভিড ওয়ার্নারের পরিবর্তে মরশুমের মাঝেই অধিনায়কত্ব তুলে দেওয়া হয় কেন উইলিয়ামসনের হাতে।
উইলিয়ামসনের কাঁধে অধিনায়কত্বের দায়িত্ব তুলে দিয়ে হায়দ্রাবাদ টিম ম্যানেজমেন্ট ভেবেছিল তারা হয়তো এবার জয়ের মুখ দেখবে কিন্তু তাদের সে স্বপ্ন পূরণ হল না। অধিনায়ক হিসাবে প্রথম ম্যাচেই বড় ব্যবধানে হারতে হল উইলিয়ামসনকে।
এইদিন প্রথমে ব্যাট করে নির্ধারিত কুড়ি ওভার শেষে 220 রান তোলে রাজস্থান রয়েলস। জয়ের জন্য হায়দ্রাবাদের প্রয়োজন ছিল 221 রানের। কিন্তু ফের একবার ব্যর্থ হল হায়দ্রাবাদের মিডল অর্ডার। 166 রানেই শেষ হয়ে যায় হায়দ্রাবাদের ইনিংস। 55 রানে ম্যাচ জিতে নেয় রাজস্থান।
আর তাই ম্যাচ হেরে দলের মিডল অর্ডারকে দুষলেন হায়দ্রাবাদ অধিনায়ক কেন উইলিয়ামসন। উইলিয়ামসন বলেন, “কঠিন পরিস্থিতিতে লড়াই করার মত মানসিকতার অভাব রয়েছে। দলে বেশ কয়েকজন তারকা ক্রিকেটার থাকলেও দিনের শেষে ম্যাচ জিততে ব্যর্থ আমরা। দ্রুত ক্ষত মেরামত করতে হবে নাহলে খুব মুশকিল হয়ে যাবে।”