ভোট মিটতেই বেড়ে গেল পেট্রোল ডিজেলের দাম, জানুন আজকের মূল্য

বাংলাহান্ট ডেস্কঃ ভোট মিটতেই একলাফে বেশ কিছুটা বাড়ল পেট্রোল ডিজেলের দাম (petrol diesel price)। কলকাতায় পেট্রোলের দাম ১৪ পয়সা বেড়ে হয়েছে ৯০ টাকা ৭৬ পয়সা। অন্যদিকে ১৭ পয়সা বেড়ে ডিজেলের দাম দাঁড়িয়েছে ৮৩ টাকা ৭৮ পয়সা। বাংলা সহ আরও ৪ রাজ্যের ভোটের ফলাফল প্রকাশ হওয়ার পরই দাম বৃদ্ধি পেল পেট্রোল ডিজেলের দাম। আবারও বিপাকে নিত্যযাত্রীরা।

মাঝে হু হু দাম বাড়তে থাকার পর ২৭ শে ফেব্রুয়ারি থেকে আর দাম বাড়েনি পেট্রোল ডিজেলের। তবে গত ১৫ ই এপ্রিল পেট্রোলের দাম ১৬ পয়সা ও ডিজেলের দাম ১৪ পয়সা করে প্রতি লিটারে কমেছিল। সূত্রের খবর, ভোটের পরই রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলি দাম বাড়াতে পারে বলে জানা গিয়েছিল।

fuel prices coronavirus effect petrol and diesel prices not changed 730X365

আর সেই আশঙ্কাই সত্যি হয়ে দাঁড়াল। ভারতের ৫ রাজ্যে নির্বাচনের ফল প্রকাশের পরই একলাফে অনেকটা বেড়ে গেল পেট্রোল ডিজেলের দাম।

লিটার প্রতি কলকাতায় পেট্রোলের দাম ৯০.৭৬ পয়সা।

দিল্লীতে পেট্রোলের দাম ৯০.৫৫ টাকা।

মুম্বাইয়ে পেট্রোলের দাম ৯৬.৯৫ টাকা।

চেন্নাইয়ে পেট্রোলের দাম ৯২.৫৫ টাকা।

VAT on diesel

অন্যদিকে, লিটার প্রতি কলকাতায় ডিজেলের দাম ৮৩.৭৮ পয়সা।

দিল্লীতে ডিজেলের দাম ৮০.৯১ টাকা।

মুম্বাইয়ে ডিজেলের দাম ৮৯.৮৮ টাকা।

চেন্নাইয়ে ডিজেলের দাম ৮৫.৯০ টাকা।

Smita Hari

সম্পর্কিত খবর