বিজেপিতে আসা দলত্যাগীদের সঙ্গে সঙ্গে রাজা করে দেওয়া ঠিক হয়নি! বিস্ফোরক সৌমিত্র খাঁ

বাংলাহান্ট ডেস্কঃ একুশের মহারনে রাজ্যের বিজেপির যুব মোর্চার সভাপতি তথা বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খাঁকে সক্রিয় ভূমিকায় দেখা গিয়েছে। নিজের কেন্দ্রে সমস্ত বিধানসভা আসনে জয়ের লক্ষ্য নিয়ে নামা সৌমিত্র খাঁ ১০০ শতাংশ হয়ত পাননি, কিন্তু ৬টির মধ্যে ৫টি আসন নিজেদের দখলে রাখতে সক্ষম হয়েছেন। তবে এতে তিনি খুশি নন। আর সেই নিয়ে তিনি নিজের ফেসবুকে পেজ থেকে লাইভে এসে জয়-পরাজয় নিয়ে কিছু গুরুত্বপূর্ণ বয়ান দেন।

বৃহস্পতিবার ফেসবুক লাইভে এসে সাংসদ সৌমিত্র খাঁ বলেন, ২০১৬ সালে আমাদের মাত্র তিনজন বিধায়ক ছিল। ২০১৯ সালে মানুষের অফুরন্ত ভালোবাসা আর আশীর্বাদের জেরে আমরা এই রাজ্যে ১৮টি লোকসভা আসনে জয় পেয়েছিলাম। ২০২১ সালেও আমরা সর্বশক্তি দিয়ে লড়াই করেছি। কিন্তু আমরা এবার জয় হাসিল করতে পারিনি। কিন্তু আমরা তিন থেকে ৭৭ হয়েছি। এটা আমাদের কাছে জয় না হলেও, অনেক বড় পাওনা।

সৌমিত্র খাঁ বলেন, রাজ্যের মানুষ যে মমতা বন্দ্যোপাধ্যায়কে দুইহাত তুলে আশীর্বাদ করেছে, সেটা অস্বীকার করা যায়না। তবে আমরাও পিছিয়ে নেই। রাজ্যে ২ কোটির উপর ভোট পেয়েছি আমরা, যা আমাদের কাছে আগামী দিনে লড়াই করার জন্য বড় পাওনা। সৌমিত্রবাবু বলেন, তৃণমূল ভোটে জেতার পর থেকে রাজ্যের চারিদিকে হিংসা ছড়িয়ে পড়েছে। মানুষ আক্রান্ত হচ্ছে। এটা রুখতে হবে। আমি ২০১৯ সালে সাংসদ হওয়ার পর আমার এলাকার একটিও তৃণমূল কংগ্রেস কর্মীদের ক্ষতি হতে দিইনি।

ফেবসুক লাইভ থেকে সৌমিত্র খাঁ বলেন, তৃণমূলে যারা দুর্নীতি করে বিজেপিতে এসে ঢুকেছে, তাঁদের সরাসরি রাজা করে দেওয়া ঠিক হয়নি। মানুষ এটাকে ভালো মনে নেয়নি। একুশের নির্বাচনে বেশ কিছু ভুল সিদ্ধান্ত নেওয়া হয়েছিল আমাদের তরফ থেকে, এবার সেগুলোকে শুধরাতে হবে। সৌমিত্র খাঁ এও বলেন, আমি মরে গেলেও ভারতীয় জনতা পার্টি ছাড়ব না।

Koushik Dutta

সম্পর্কিত খবর