বাংলাহান্ট ডেস্কঃ করোনার বিরুদ্ধে মোকাবিলা করার জন্য বিশ্বের সবথেকে বড় মালবাহক বিমান ভারতের উদ্দেশ্যে রওনা দিয়েছে। ওই বিমানে ১৮ টনের তিনটি অক্সিজেন জেনারেটর আর এক হাজার ভেন্টিলেটর আছে। ব্রিটিশ সরকার জানিয়েছে যে, এই সঙ্কটের সময়ে তাঁরা ভারতের পাশে আছে আর ভারতকে যথাসম্ভব সাহায্য করে যাবে। বিশ্বের সবথেকে বড় মালবাহক বিমান শুক্রবার আয়ারল্যান্ড থেকে ভারতের উদ্দেশ্যে রওনা দিয়েছে।
১৮ টনের প্রতিটি অক্সিজেন জেনারেটর এক মিনিটে ৫০০ লিটার অক্সিজেন তৈরি করবে। ব্রিটেন থেকে তিনটি অক্সিজেন জেনারেটর ভারতে আসার ফলে ভারতের অক্সিজেনের সমস্যা কিছুটা হলেও কমবে। বিদেশ রাষ্ট্রমণ্ডল আর বিকাশ কার্যালয় (FCDO) জানিয়েছে যে, বিমানবন্দরের কর্মীরা গোটা রাত কড়া পরিশ্রম করে বিশালাকায় অ্যান্টোনভ ১২৪ বিমানে জীবনদায়ী সামগ্রী তুলেছে।
FCDO এই কাজের জন্য অনুদান করেছে। FCDO অনুযায়ী, বিমান রবিবার সকাল ৮টা নাগাদ দিল্লীতে পৌঁছাবে। ভারতীয় রেড ক্রস সোসাইটির সাহায্যে এই চিকিৎসার সামগ্রীগুলো হাসপাতালে পাঠানো হবে। উল্লেখ্য, এর আগেও ব্রিটেন ভারতকে ২০০ ভেন্টিলেটর আর ৪৯৫ অক্সিজেন কনসেনট্রেটর পাঠিয়েছিল।