অবশেষে কৃষকদের জন্য সুখবর, শীঘ্রই বাংলার কৃষকরা নিজেদের অ্যাকাউন্টে পাবে টাকা

বাংলাহান্ট ডেস্কঃ তৃতীয়বারের জন্য আবারও মুখ্যমন্ত্রীর আসনে বসলেন তৃণমূল সুপ্রিমো মমতা ব্যানার্জি (Mamata Banerjee)। আর মুখ্যমন্ত্রীর আসনে বসেই পিএম-কিষাণ (PM-Kisan Nidhi) প্রকল্পের সুবিধা চেয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি দিলেন তিনি। ধারণা করা হচ্ছে, রাজ্যের থেকে চাপ আসার পরই বাংলার কৃষকদের প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার টাকা পাঠানর সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র সরকার।

হিসেব অনুযায়ী, বাংলার ২১.৭৯ লক্ষ কৃষকের নাম পাঠানো হয়েছিল এই প্রঅবশেষে কৃষকদের জন্য সুখবর, শীঘ্রই বাংলার কৃষকরা নিজেদের একাউন্টে পাবে টাকাকল্পের আয়ত্তায় আনার জন্য। কিন্তু মাত্র ৯.৮৪ লক্ষ মানুষের নাম নথিভুক্ত করা হয়েছে কেন্দ্রের পোর্টালে। তবে জানা গিয়েছে, বাংলার ৭ লক্ষ ৫৫ হাজার কৃষক যাদের নাম এই প্রকল্পের তালিকায় রয়েছে, তারাই প্রথম কিস্তির টাকা পাবেন।

WhatsApp Image 2019 06 26 at 6.59.47 PM

সূত্রের খবর, বাংলার সরকারের পক্ষ থেকে গত ৪ ই মে চিঠি মারফত কৃষকদের অ্যাকাউন্টে টাকা পাঠানোর অনুমতি দেওয়া হয়। আর সবকিছু ঠিকঠাক থাকলে আগামী ১৪ ই মে’র মধ্যেই বাংলার প্রায় সাড়ে ৭ লক্ষ কৃষক পেয়ে যাবেন প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার প্রথম কিস্তির টাকা। প্রথম কিস্তির ২ হাজার টাকা সরাসরি কৃষকদের অ্যাকাউন্টেই এই অর্থ চলে যাবে বলেও জানা গিয়েছে।

চিঠিতে আরও উল্লেখ করা হয়, রাজ্যের তরফ থেকে নাম পাঠানোর পরও অনেক কৃষক এখনও এই কেন্দ্রীয় সুবিধা থেকে বঞ্চিত রয়েছেন। কৃষি মন্ত্রকে এবিষয়ে একাধিকবার আবেদন করা হলেও, কোন জবাব পাওয়া যায়নি। এবার যেন বাংলার কৃষকরা তাঁদের প্রাপ্য টাকা পেয়ে যান বলেও দাবী করা হয় চিঠিতে।

Smita Hari

সম্পর্কিত খবর