বাংলাহান্ট ডেস্কঃ নেপালের সরকারের উপর আশঙ্কার কালো মেঘ ঘনিয়েছে। সোমবার প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলিকে সংসদে নিজের সংখ্যাগরিষ্ঠতা হাসিলের জন্য অবিশ্বাস প্রস্তাব জিততে হত। কিন্তু তিনি অবিশ্বাস প্রস্তাব জয়ে ব্যর্থ হন। প্রাপ্ত তথ্য অনুযায়ী, ২৩২-র মধ্যে ১২৪টি ভোট ওনার বিরুদ্ধে পড়েছিল।
এখন শোনা যাচ্ছে যে, প্রধানমন্ত্রী ওলি রাষ্ট্রপতির কাছে নিজের ইস্তফা দেবেন। আস্থা ভোটের সময় ওলি বলেন, এটা খুবই দুর্ভাগ্যজনক যে দেশকে উন্নত আর শক্তিশালী করার জন্য পরিশ্রম করা সরকারের উপর স্বার্থের লোভে নিশানা বানানো হচ্ছে। উনি বিরোধীদের কাছে আবেদন করে বলেন যে, কারও বিরুদ্ধে যেন মিথ্যে অপবাদ না দেওয়া হয়।
Nepal PM KP Sharma Oli loses confidence vote in Parliament
(file photo) pic.twitter.com/4OWkNOW2Jd
— ANI (@ANI) May 10, 2021
পুষ্পকমল দহল প্রচণ্ড দ্বারা ওলি সরকারের থেকে সমর্থন তুলে নেওয়ার পর নেপালের প্রধানমন্ত্রীকে সংসদে সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করতে হুত। সোমবার নেপালে বিশেষ সংসদ অধিবেশন ডাকা হয়েছিল আর সেখানে প্রধানমন্ত্রী ওলির ভাগ্য পরীক্ষা ছিল। কিন্তু প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করতে ব্যর্থ হন।