বিরাটের অনুপস্থিতিতে শ্রীলঙ্কা সফরে কে হবেন অধিনায়ক? দৌড়ে এই তিন ক্রিকেটার

বাংলা হান্ট ডেস্কঃ আগামী 2 ই জুন ইংল্যান্ডে উড়ে যাচ্ছে ভারতীয় দল। সেখানে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল ম্যাচ খেলার পর ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ খেলবে টিম ইন্ডিয়া অর্থাৎ ইংল্যান্ডে দীর্ঘদিন থাকবে ভারতীয় দল। অপরদিকে জুলাই মাসে শ্রীলঙ্কা সফরে যেতে হবে ভারতীয় দলকে। সেখানে তিনটি ওয়ানডে এবং তিনটি টি-টোয়েন্টি ম্যাচের সিরিজ খেলবে টিম ইন্ডিয়া।

kl rahul 1

ইতিমধ্যে বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলী জানিয়ে দিয়েছেন শ্রীলঙ্কা সফরে সম্পূর্ণ এক নতুন ভারতীয় দল পাঠানো হবে। বিরাট কোহলি, রোহিত শর্মা, জাসপ্রিত বুমরার অনুপস্থিতিতে তরুণ ক্রিকেটারদের সুযোগ দেওয়া হবে অর্থাৎ সৌরভ গাঙ্গুলীর কথায় শ্রীলঙ্কা সফরে তরুণ ক্রিকেটাররা নিজের প্রতিভা দেখানোর সুযোগ পাবেন। তবে তরুণ ক্রিকেটারদের নিয়ে দল তৈরি করলেও বিরাট, রোহিতের অনুপস্থিতিতে দলের অধিনায়কত্ব কার কাঁধে তুলে দেবে বিসিসিআই? সেই নিয়েই তৈরি হয়েছে নানান প্রশ্ন চিহ্ন।

images 32 7

ইতিমধ্যেই শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলের অধিনায়ক হিসেবে তিনটি নাম উঠে এসেছে। তারা হলেন শিখর ধাওয়ান, কে এল রাহুল এবং ভুবনেশ্বর কুমার।
এই তিনজন দীর্ঘদিন ধরে ভারতীয় দলের সাদা বলে ক্রিকেটে নিয়মিত সদস্য। জাতীয় দলের হয়ে অনেক ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে তিনজনেরই। এছাড়াও তিনজনই কোন না কোন সময়ে ঘরোয়া ক্রিকেট হোক কিংবা আইপিএল কিংবা জাতীয় দল নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতা তিনজনেরই রয়েছে। আর সেই কারণেই বিরাট কোহলির অনুপস্থিতিতে এই তিনজনের মধ্যে একজনের কাঁধে তুলে দেওয়া হতে পারে অধিনায়কত্বের দায়িত্ব।

166904309 2760790897516135 2458669731417810385 n


Udayan Biswas

সম্পর্কিত খবর