আবারও ফিরতে পারে করোনা ভাইরাস, সংক্রমণের গ্রাফ পৌঁছতে পারে শীর্ষে- আশঙ্কা কেন্দ্রের

বাংলাহান্ট ডেস্কঃ করোনা ভাইরাসের (covid-19) প্রথম পর্বের যুদ্ধ সামলে নেওয়ার পরও, আবার ভারতে (india) ফিরেছে দ্বিতীয় ঢেউ। বেশিরভাগ মানুষই এখন মানুষের অসচেতনতা এবং সর্বোপরি কেন্দ্র সরকারের উদাসীন মনভাবকেই টেনে এনেছে কাঠগড়ায়। তবে এই অভিযোগকে কার্যত উড়িয়ে দিলেন নীতি আয়োগের (স্বাস্থ্য) সদস্য ডঃ ভি কে পাল (V K Paul)।

ডঃ ভি কে পাল জানিয়েছেন, ‘গত ১৭ ই মার্চ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই ভাইরাসের দ্বিতীয় ঢেউয়ের সঙ্গে মোকাবিলার জন্য প্রস্তুত হওয়ার কথা বেলছিলেন আমাদের। তবে এই ভাইরাসের চরিত্র বোঝা বড় দায়। সেই কারণেই আমরা বুঝতে পারিনি কতদিন এটা চলবে এবং ভয়াবহতা কতোটা থাকবে’।

eight col iran doctor

বৃহস্পতিবার এক সাংবাদিক বৈঠকে তিনি আরও বলেন, ‘আমরা করোনার দ্বিতীয় ঢেউ আসার বিষয়ে আগে থাকতেই সতর্ক করেছিলাম। এই ভাইরাস কোথাওই পালায়নি, অন্যান্য দেশের মত আমাদের দেশেও মাথাচাড়া দেওয়ার আশঙ্কার কথা জানিয়েছিলাম। মোট জনসংখ্যার ৮০ শতাংশই এখনও ঝুকিপূর্ণ সবস্থায় রয়েছে, তাও জানিয়েছিলাম’।

ডঃ ভি কে পালের কথায়, ‘এই ভাইরাস এর আগে আরও অনেক দেশেই আবারও মাথাচাড়া দিয়েছে, যেভাবে ভারতেও চলছে। এটা কোন নতুন বিষয় নয়। ভাইরাসের চরিত্র যা বলছে, তাতে করে এই ভাইরাস আগামী দিনে গ্রামেও ছড়িয়ে পড়তে পারে। শুধু করোনা বিধিনিষেধ সংক্রান্ত নিয়মাবলী মানতে হবে এবং টিকাকারণ করতে হবে’।

corona death 241805

তাঁর মতে, ‘এই ভাইরাস আবারও আসতে পারে। আবারও সংক্রমণের গ্রাফ শীর্ষে পৌঁছতে পারে। তাই প্যানিক না করে আগে থাকতে সমস্ত প্রস্তুতি নিতে হবে’।

Avatar
Smita Hari

সম্পর্কিত খবর