বাংলা হান্ট ডেস্কঃ দেশেই বেড়েই চলেছে করোনার সংক্রমণ। করোনার এই দ্বিতীয় ঢেউয়ের দাপট রুখতে রীতিমতো জর্জরিত ভারত সরকার। গত ২৪ ঘন্টাতেও আক্রান্ত হয়েছেন প্রায় ৩ লক্ষ ২৩ হাজার ১২৩ জন মানুষ। মৃত্যু তিন হাজারেরও বেশি। বেশ কিছুদিনের পরিসংখ্যানের বিচারে অবশ্য এই সংক্রমণের পরিমাণ কিছুটা কম। তবে দেশজুড়ে এখনো নেই সঠিক চিকিৎসা পরিকাঠামো তথ্য ব্যবস্থা। কিছুদিন আগে পর্যন্ত রীতিমতো সংকট তৈরি করেছিল অক্সিজেনের অভাবও। এই মুহূর্তে কেন্দ্র সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকেই। চিকিৎসকের সংখ্যা কম, সরঞ্জামের অভাব, ওষুধের অভাব সমস্ত মিলিয়ে যখন রীতিমতো সংকটজনক পরিস্থিতি তখন সরকারের ভূমিকা অনেকটা দায়সারা মনে পড়েছে অনেকেরই। কিন্তু এই সংকটজনক পরিস্থিতির সম্পূর্ণ উল্টো পথে হেঁটে ভারত সরকারেরই পাশে দাঁড়ালেন অস্ট্রেলিয়ান কিংবদন্তি বাঁহাতি ক্রিকেটার ম্যাথু হেডেন। ভারতের সঙ্গে হেডেনের সম্পর্ক বহুদিনের। শুধু অস্ট্রেলিয়ার হয়ে খেলার দিনগুলিই নয়, আইপিএলে চেন্নাই সুপার কিংসের হয়েও দীর্ঘদিন ভারতের কাটিয়েছেন তিনি।
এক দশকেরও বেশি সময় ধরে ভারতে আসছেন তিনি। কাটিয়েছেন বহু স্মরণীয় মুহূর্ত। বিশেষত আইপিএলে ধোনির দলে থাকার সময়ে ভারতীয় সমর্থকদের ভালোবাসার বন্ধনে অনেকটাই জড়িয়ে গিয়েছেন তিনি। এখন যখন সংকটময় পরিস্থিতিতে রীতিমতো লড়াই লড়ছে ভারত। তখন ভারত সরকারের পাশে দাঁড়িয়ে তার ভূয়সী প্রশংসা করলেন এই বাঁহাতি ক্রিকেটার। অতিরিক্ত সমালোচনার জন্য মিডিয়াকেও এদিন একহাত নেন তিনি।
নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে করা হোক দীর্ঘ টুইটে তিনি লেখেন, “আমি প্রায় এক দশকেরও বেশি সময় ধরে ভারতবর্ষে আসছি এবং বিভিন্ন জায়গায় ঘুরে বেরিয়েছি। বরাবরই এত বড় ও বিচিত্র একটা দেশের সরকারের নেতা ও অধিকারিকদের প্রতি আমার সম্মান বেড়েছে, যাদের কাঁধে এই দেশ চালানোর দায়িত্ব রয়েছে।কিন্তু খারাপ সংবাদ মাধ্যম যারা কোনদিন ওই দেশে যায়নি দেশের ব্যাপারে কিছু জানেনা, ভারতকে অকারণে তুলোধনা করছেন। অস্ট্রেলিয়ার গোটা জনসংখ্যার প্রায় পাঁচগুন লোক ইতিমধ্যেই ভারতে টিকা নিয়ে ফেলেছেন। এর মাধ্যমে আমি শুধু এটাই জানাতে চাই যে কোন কারণেই এই পরিসংখ্যানকে এড়িয়ে গিয়ে ভারতের মত বিশাল দেশের সামনে যে চ্যালেঞ্জ রয়েছে সেগুলি উপেক্ষা করা উচিত নয়।”
https://twitter.com/rananth/status/1393380195365576704?s=19
করোনার বাড়বাড়ন্তের কারণে এই মুহূর্তে ভারত যথেষ্ট সমালোচিত হয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলিতে। যার ফলে অনেকেই এই মুহূর্তে দাঁড়িয়ে ভারতের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার কথা ভাবছেন। হাজার মাইল দূরে বসে কোন দেশকে চেনা ও জানা সম্ভব নয়। ভারতের জনসংখ্যা বিশাল, আর তাই তাদের পক্ষে করোনাকে আটকানোর চ্যালেঞ্জটা আরো অনেক বড়। সমস্ত বিশ্বকে একথা জানাতেই তারই টুইট বলেও জানান হেডেন। একটা সময় ভারতের বোলারদের পক্ষে যথেষ্ট মাথাব্যথার কারণ ছিলেন এই অস্ট্রেলিয়ান ব্যাটসম্যান। পরিস্থিতি মানিয়ে নিয়ে ভারতে তার রান করার ক্ষমতা মন কেড়ে নিয়েছিল ভারতীয় সমর্থকদেরও। ফের একবার সেই ভালোবাসা থেকেই ভারতের পাশে দাঁড়ালেন ম্যাথু। একথা ঠিক যে, ভারতের মতো বিপুল জনসংখ্যার একটি দেশে কোভিডকে আটকানো কোনো সহজ কাজ নয়। ১৩০ কোটি মানুষকে একবারে ভ্যাকসিন প্রদান করা বাস্তবিকই কঠিন যেকোনো সরকারের পক্ষে। তার উপর যেভাবে রোজ আক্রান্ত হচ্ছেন বিপুল সংখ্যক মানুষ চিকিৎসা পরিকাঠামো তার অনুকূল করে তুলতে সময় লাগাই স্বাভাবিক। তবে পরপর সব নাগরিকের মৃত্যু কোনোভাবেই কাম্য নয়।
‘ভারত আজ পর্যন্ত অলিম্পিকে সোনা পায়নি …’ ভরা মঞ্চে বেফাঁস মমতা