বাংলাহান্ট ডেস্কঃ নারদা কাণ্ডে বড়সড় পদক্ষেপ নিল সিবিআই। রাজ্যের নয়া পরিবহণ মন্ত্রী তথা কলকাতা পুরসভার পুরপ্রশাসক ফিরহাদ হাকিমকে গ্রেফতার করল CBI। চেতলায় ওনার বাড়ি থেকেই ওনাকে গ্রেফতার করে নিয়ে যায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এই ঘটনা ঘিরে চারিদিকে তুমুল বিশৃঙ্খলার সৃষ্টি হয়েছে। তবে স্বয়ং মন্ত্রী এই গ্রেফতারী নিয়ে অতটা বিচলিত নন।
গ্রেফতারীর পর রাজ্যের নয়া পরিবহণ মন্ত্রী ফিরহাদ হাকিম সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, ‘আমাকে সিবিআই গ্রেফতার করেছেন নারদা কাণ্ডে। তবে স্পিকারের অনুমতি না নিয়েই। যা দেখার কোর্টে দেখে নেব।” প্রাপ্ত খবর অনুযায়ী, তৃণমূলের বিধায়ক মদন মিত্র এবং শোভন চট্টোপাধ্যায়ের বাড়িতে হানা দিয়ে তাঁদের সিবিআই দফতরে নিয়ে যাওয়া হয়েছে।
‘ভারত আজ পর্যন্ত অলিম্পিকে সোনা পায়নি …’ ভরা মঞ্চে বেফাঁস মমতা