বাংলাহান্ট ডেস্কঃ করোনার প্রথম পর্ব থেকেই ‘গোমূত্র পান’ প্রসঙ্গ বারবার সংবাদ শিরোনামে উঠে এসেছে। কখনও বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ, আবার কখনও উত্তরপ্রদেশের বালিয়া জেলার বইরিয়ার বিজেপি বিধায়ক সুরেন্দ্র সিং। তাঁদের দাবি গোমূত্র পান করলেই, করোনা পালাবে। তবে এপ্রসঙ্গে আরও কয়েক ধাপ এগিয়ে গেলেন বিজেপি সাংসদ প্রজ্ঞা ঠাকুর (Pragya Thakur)।
একদিকে করোনার দ্বিতীয় ঢেউয়ে জেরবার গোটা দেশ। প্রতিদিনই বাড়ছে সংক্রমণের মাত্রা। চিকিৎসা ব্যবস্থায় নানারকম সংকট দেখা দেওয়ায় বিভিন্ন প্রতিবেশি দেশ থেকে শুরু করে বন্ধু দেশ পাশে দাঁড়িয়েছে ভারতের। চিকিৎসক, নার্স এবং স্বাস্থ্যকর্মীরা দিনরাত এক করে মানুষের সেবায় নিয়োজিত রয়েছেন।
এরই মধ্যে গোমূত্র নিয়ে আবারও এক মন্তব্য করে বিতর্কে জড়ালেন বিজেপি সাংসদ প্রজ্ঞা ঠাকুর। তাঁর দাবি, ‘জীবনদায়ী তরল হল গোমূত্র। একাধিক গুণাবলি রয়েছে এতে। গোমূত্র করোনা সংক্রমণ রুখতেও সক্ষম। আমি নিজেও রোজ গোমূত্র পান করি। সেই কারণেই আমরা করোনা হয়ওনি, আর আমি করোনা প্রতিরোধক কোনরকম ওষুধও খাই না। তবে যদি প্রতিদিন দেশি গোমূত্র পান করতে পারেন, তাহলে করোনার প্রভাবে হওয়া ফুসফুস সংক্রমণ থেকে মুক্তি পাওয়া যাবে’।
তবে এই ধরণের মন্তব্য এই প্রথমবার নয়। এর আগেও একবার গোমূত্র নিয়ে মন্তব্য করে বিতর্কে জড়িয়েছিলেন প্রজ্ঞা ঠাকুর। তিনি দাবি করেছিলেন, দু’টি গোজাত দ্রব্যের সঙ্গে গোমূত্র মিশিয়ে পান করলে, ক্যানসার নিরাময় সম্ভব। তবে গতবছর অসুস্থতার কারণে তাঁকে দিল্লীর এইমসে ভর্তি করা হয়েছিল। কিন্তু তাঁর শরীরে করোনার উপসর্গ দেখা গেলেও, তাঁর রিপোর্ট নেগেটিভ আসে।